ইন্টারনেট স্পিড কমে যাওয়ায় কাজে অসুবিধা হচ্ছে? ফোনের কিছু সেটিংস চেঞ্জ করলেই হবে সমস্যার সমাধান

ইন্টারনেট স্পিড কমে যাওয়ায় কাজে অসুবিধা হচ্ছে? ফোনের কিছু সেটিংস চেঞ্জ করলেই হবে সমস্যার সমাধান
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বর্তমানে আমাদের দরকারি সমস্ত কাজ ইন্টারনেটের মাধ্যমেই হয়। যেখানে দিনের পর দিন ইন্টারনেট পরিষেবা উন্নত থেকে উন্নততর হচ্ছে, সেখানে যদি আপনার ফোনের ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে সেটি থেকে বিরক্তিকর আর কিছু হতে পারে না। অনেকেই ভাল ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য Wi-Fi কানেক্টিভিটি অপশনে স্যুইচ করার কথা ভাবেন।
তবে সেক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে আসল সমস্যাটি ইন্টারনেট পরিষেবায় নাকি আপনার মোবাইলে? কারণ অনেক সময়ই কানেকশনের জন্য মোবাইল ডেটার স্পিড ধীর হয়ে যায়। এবার তা ঠিক করা সম্ভব। কয়েকটি সেটিংস চেঞ্জ করলেই ইন্টারনেট স্পিড বেড়ে যাবে আপনার ফোনে। কিভাবে জানুন-
ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ্লিকেশন বন্ধ করুন:
প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে আপনার ফোনে কোন কোন অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে চলছে। কারণ ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি সর্বাধিক ডেটা ব্যবহার করে ইন্টারনেট স্পিড কমিয়ে দেয়। ফলে সেই সব অ্যাপগুলিকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিন। সে জন্যে আপনাকে মোবাইলের সেটিংস থেকে অ্যাপ সেটিংসে যেতে হবে। তারপর অটো-প্লে এবং অটো-ডাউনলোড অপশন দুটিকে ডিজেবল বা অফ করে দিতে হবে। এরপর, ব্রাউজারে গিয়ে, ডেটা সেভ মোড এনাবেল বা অন করে দিন। এতে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে।
অটো-আপডেট অপশন বন্ধ করে দিন:
ফোনের Auto-Update অপশন এনাবল বা অন থাকলেও ইন্টারনেট স্পিড কমে যায়। কারণ ডাউনলোডের জন্য অনেকটা ডেটা খরচ হতে শুরু করে। তাই দরকারে ভাল ইন্টারনেট স্পিড পেতে অটো-আপডেট মোডটিকে অফ করে রাখুন।
নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন:
এরজন্য মোবাইলের সেটিংস-এ যান। তারপর Mobile network-এ ক্লিক করে Network Settings-এ থাকা Automatic setting আর Auto select অপশনটি বন্ধ করে ম্যানুয়ালি অপারেটর বেছে নিন। এবার preferred type of network-এ ট্যাপ করে 4G/LTE অপশনটি বেছে নিন। এতে আপনার ইন্টারনেট স্পিড কিছুটা বেড়ে যাবে।
এছাড়াও Access Point Network সেটিংস চেক করুন। যদি এত কিছুর পরেও যদি আপনি হাই-স্পিড ইন্টারনেট না পান, তাহলে আপনাকে স্মার্টফোনটি রিস্টার্ট করতে হবে। আবার আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে সেল টাওয়ারের সংখ্যা কম তবে স্বাভাবিকভাবেই আপনার ফোনের ইন্টারনেট স্পিড কমে যাবে।


