মেলেনি শস্যবিমার অর্থ, দিদির দূতকে বলতেই পুরুলিয়ার চেলিয়ামায় কৃষি দফতরে বৈঠক  

মেলেনি শস্যবিমার অর্থ, দিদির দূতকে বলতেই পুরুলিয়ার চেলিয়ামায় কৃষি দফতরে বৈঠক   
18 Jan 2023, 07:40 PM

মেলেনি শস্যবিমার অর্থ, দিদির দূতকে বলতেই পুরুলিয়ার চেলিয়ামায় কৃষি দফতরে বৈঠক

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

গত সপ্তাহে ১৩ জানুয়ারি দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা করতে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের জোরাডি গ্রাম পঞ্চায়েতের জোরাডি গ্রামে এসেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তার সাথে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া। সাংসদ কে সামনে পেয়ে এলাকার বাসিন্দারা সাংসদ এর হাতে স্মারকলিপি দিয়ে জানিয়েছিলেন রঘুনাথপুর ২নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষতিগ্রস্ত চাষীরা শস্যবীমার অর্থ পেলেও জোরাডি ও চেলিয়ামা গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীরা তা থেকে বঞ্চিত রয়েছেন। বিষয়টি দেখার জন্য সংসদের কাছে আবেদন জানান চাষিরা। ঘটনাস্থল থেকেই বিষয়টি নিয়ে প্রশাসনের কর্তাদের সাথে কথা বলেন সাংসদ অর্জুন সিং ও পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামার কৃষি দফতরে জোরাডি ও চেলিয়ামা গ্রাম পঞ্চায়েত এলাকার চাষীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের ঐ বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা উপ সহ কৃষি অধিকর্তা(প্রশাসন) চন্দন পাল, সহ কৃষি অধিকর্তা (ইনফরমেশন), ছিলেন পুরুলিয়া জেলার ভারপ্রাপ্ত এ আই সির কর্মকর্তা চিন্ময় মন্ডল, রঘুনাথপুর ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা মুক্তেশ্বর সর্দার, বিমা কোম্পানির প্রতিনিধি সহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন।

 রঘুনাথপুর ২নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা মুক্তেশ্বর সর্দার বলেন, এদিন আলোচনার মাধ্যমে চাষীদের জানানো হয়েছে যে জোরাডি ও চেলিয়ামা জিপি শস্যবিমা থেকে বঞ্চিত হয়েছেন এটা বলা যাবে না। পুরোটাই প্রযুক্তি নির্ভর। পুরো প্রক্রিয়াটাই স্যাটেলাইট এর মাধ্যমে ঠিক হয়। আমারা ঐ দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত চাষীদের শস্যবিমার অর্থ পাবার সব রকম চেষ্টা চালাচ্ছি।

Mailing List