মেলেনি অনেক উত্তর, আজ ফের তাপস মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে ইডির তলব

মেলেনি অনেক উত্তর, আজ ফের তাপস মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে ইডির তলব
25 Jan 2023, 11:26 AM

মেলেনি অনেক উত্তর, আজ ফের তাপস মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে ইডির তলব

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতির অভিযোগে আপাতত ইডি হেফাজতে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। মঙ্গলবার তাপস মণ্ডলের মুখোমুখি বসিয়ে প্রায় বারো ঘন্টারও বেশি সময় জেরা করা হয় কুন্তলকে। কিন্তু তাতেও বিপুল লেনদেনর সঠিক তথ্য বের করা গেল না। তাই বুধবার ফের সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডলকে তলব করল ইডি। এদিনও তাঁকে কুন্তলের মুখোমুখি বসানো হবে বলেই সূত্রের খবর।

কুন্তলের বিরুদ্ধে ১৯ কোটি টাকা তোলার অভিযোগ এনেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ এই তাপস মণ্ডল। পাল্টা তাপসের বিরুদ্ধেও টাকার জন্য চাপ দেওয়া, ব্ল্যাকমেলিং, ছেলেকে কিডন্যাপের হুমকি দেওয়ার পালটা অভিযোগ এনেছেন কুন্তল। এই পরিস্থিতিতে দু’জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। প্রায় বারো তেরো ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তলব করা হয় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির সংগঠন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের কর্তা তাপসকে। তাঁর আগের বয়ানের সঙ্গে বর্তমান বয়ান মিলিয়ে দেখেন ইডি আধিকারিকরা। কুন্তলের একাধিক বয়ানের সঙ্গে তাপস মণ্ডলের একাধিক বয়ান মিলছে না। যদিও, প্রথম বয়ানেই এখনও অনড় তাপস। সেই কারণে দু’জনকে মুখোমুখি বসিয়ে প্রতিটি বিষয় যাচাই করা হচ্ছে। যতক্ষণ না গোটা বিষয়টা পরিষ্কার হচ্ছে কুন্তল ও তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চলবে। মঙ্গলবার সিজিও কমপ্লেস থেকে বেরিয়ে তাপস মণ্ডল জানান, এখন বেশি কিছু বলব না। তদন্ত চলছে। আমাকে আগামিকাল ফের আসতে হবে। এই মামলায় কুন্তল ছাড়াও তদন্তকারীদের হাতে উঠে এসেছে গোপাল দলপতি, নীলাদ্রি ঘোষ-সহ একাধিকজনের নাম। এই নামগুলো নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে, দুর্নীতিতে তাঁদের কী ভূমিকা, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।-

Mailing List