দিদির দূতেদের গ্রামে ঢোকা নিষেধ! পোস্টার সাঁটিয়ে নিষেধাজ্ঞা জারি গ্রামবাসীর

দিদির দূতেদের গ্রামে ঢোকা নিষেধ! পোস্টার সাঁটিয়ে নিষেধাজ্ঞা জারি গ্রামবাসীর
23 Jan 2023, 05:25 PM

দিদির দূতেদের গ্রামে ঢোকা নিষেধ! পোস্টার সাঁটিয়ে নিষেধাজ্ঞা জারি গ্রামবাসীর

 

নারায়ণ সরকার, মালদা

    

সামনেই পঞ্চায়েত ভো।ট আর ইতিমধ্যেই তৃণমূলের তরফে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচী। গ্রামে যাবেন দিদির দূতেরা। কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে। শুনবেন অভাব অভিযোগ। গ্রামে যেতেও শুরু করেছেন নেতা-মন্ত্রী থেকে বিধায়করা। তারপরই দেখা গেল, একের পর এক সাংসদ, বিধায়ক থেকে সভাধিপতি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছেন। এবার দেখা গেল, পোষ্টার। গ্রামে ঢোকা নিষিদ্ধ হল, নেতা-মন্ত্রী থেকে দিদির দূতেদের।

শুধু তাই নয় গ্রামের মহিলারা একত্রিত হয়ে দেওয়াল লিখনের পাশাপাশি বিক্ষোভও দেখান। সোমবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের পাশিপাড়া এলাকায়। গ্রামবাসী ফুলমণি চৌধুরী, দীপক চৌধুরীদের সাফ কথা, রাস্তা হয়নি, পানীয় জল মেলেনি, তাহলে নেতা-মন্ত্রীরা এসে করবে টা কী? আমাদের কাউকে দরকার নেই। আমরা ভোটও দিতে যাব না। তাই পোস্টার দিয়েছি সবার গ্রামে ঢোকা নিষেধ।’’

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের ঢোকার মূল রাস্তা অকেজো হয়ে পড়ে রয়েছে। এমনকি পানীয় জল ও বিভিন্ন সুবিধা থেকেও তারা বঞ্চিত। যার কারণে বাধ্য হয়ে পোস্টার দিয়েছেন এবং ভোট বয়কট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

Mailing List