আত্মীয়দের সাথে সাক্ষাৎ করবার জন্যও একটি দিন রয়েছে জানেন?

আত্মীয়দের সাথে সাক্ষাৎ করবার জন্যও একটি দিন রয়েছে জানেন?
18 May 2023, 12:50 PM

আত্মীয়দের সাথে সাক্ষাৎ করবার জন্যও একটি দিন রয়েছে জানেন?

 

শ্রীপর্ণা মিত্র মজুমদার

 

পরিবার সবসময়ই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের জন্ম ও বড় হয়ে ওঠা সবই তো পরিবারের মধ্যে থেকেই। শুধু মা, বাবা, ভাই, বোন, দাদু, দিদাই না, মামা, কাকা, পিসি, জ্যাঠা, মাসি, কাকি, মেসো এরাও তো বৃহত্তর পরিবারেরই অংশ। আগে একান্নবর্তী পরিবারের সবারই ছিল একসঙ্গে এক ছাদের তলায় বাস। বাড়ির একজন নতুন সদস্য তাদের সকলের স্নেহ,আস্কারা,শাসন,বারণে বেড়ে উঠত। সংস্কার শিখতো। বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়াতো।

শুধু ঘুরতে যাওয়া নয়, ছেলে মেয়েকে পড়ানো, বিয়ে দেওয়া, চাকরির পরীক্ষা দেওয়া, অসুস্থ হলে - বড় শহরে থাকা আত্মীয়তেই ভরসা করতো গ্রামাঞ্চলের বা মফসসলের মানুষজন। কিন্তু দিন বদলেছে, বদলেছে পরিস্থিতি, পরিবারের গঠন। এখন large বা joint Family এক প্রকার ইতিহাসই বলা যায়। সবার ঘরে ঘরেই তো " আর আছে পোলাপান/ একখান একখান"। তাই মামা, পিসি, কাকা, মেসো সম্পর্ক গুলো ধীরে ধীরে বোধহয় বিলুপ্তির পথে এগোচ্ছে। এখন শিশুদের মামাভাতের বদলে হয় দাদু ভাত। ভাইফোঁটার জায়গায় দাদুকে ফোটা দেয় শিশুরা। গরমের ছুটি বা পূজোর ছুটিতে মামা বাড়িতে যাওয়ার আনন্দ এখন আর নেই। কারণ এখন মামাবাড়ি গুলো সব হয়ে গেছে দাদুর বাড়ি। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় মা একমাত্র সন্তান হওয়ায় দাদু, দিদা থাকেন পাশের ফ্ল্যাটেই। তাও যাও বা কিছু আত্মীয়-স্বজন এখনো আছেন, আমাদের ব্যস্ততম জীবনে তাদের বাড়ি গিয়ে সাক্ষাৎ করাও আর হয়ে ওঠে না। এখন কারো বিয়ে ঠিক হলে সাত দিন আগে থেকে আত্মীয়রা এসে বিয়ের কাজে হাত লাগায় না। সে সব দিন অতীত। এখন বিয়ের দিন সকালে কি আগের দিন এসেই বিয়ের পরে প্রস্থান করেন রিলেটিভরা। আজ সোশ্যাল মিডিয়ার যুগে ফোন/ চ্যাটে অনেক অনেক দূরের মানুষের সাথে যোগাযোগ হলেও আমাদের নিকট আত্মীয়র সাথে সম্পর্ক গুলো এখন ঠিক কেমন?

আগে কেউ অসুস্থ হলে, রক্তের দরকার হলে দেখেছি আত্মীয়দের মধ্যে থেকেই তার জোগাড় হয়ে যেত। এখন সোশ্যাল মিডিয়ায় আবেদন জানাতে হয়। আগে বাড়িতে উৎপন্ন সবজি বা বাড়িতে ভালো রান্না হলে বাটি চালাচালি ছিল একটা কমন ব্যাপার। বিয়ের পরে গিট খুলতে জামাই কনে যখন কনের বাপের বাড়ি আসতো, তখন সেই জামাইকে ধরে বেঁধে সব আত্মীয় স্বজনরা একসঙ্গে সিনেমা দেখতে যেত। সেখানে ছিল একটা নির্মল আনন্দ। সে আনন্দের কোন ভাগ হবে না। এসব চলে গেছে এখন ইতিহাসের পাতায়। তখন একজনের বাড়িতে কোন অনুষ্ঠান হলে আত্মীয়রা মিলেই কর্ম সমাধা হয়ে যেত। এখন নির্ভর করতে হয় ক্যাটারার আর ডেকোরেটারদের উপর। কিন্তু এই আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখাটা সত্যিই জরুরী। আমাদের শরীর এবং মন ভালো রাখার জন্যেও। শুধু নববর্ষ বা বিজয়া দশমীতে শুভেচ্ছা বিনিময় নয়, যে কোন বিপদে আপদে থাকুন যাদের সাথে আত্মার যোগ তাদের সাথে। দেখবেন ভালো থাকবেন। মনে জোর পাবেন।

তাই হয়তো আমেরিকায় প্রতি বছর 18 th May "Visit your Realtive Day" হিসেবে পালন করা হয়। এইদিনে রিলেটিভ দের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে সময় কাটান সেখানকার মানুষ। কারণ বিশেষজ্ঞদের মতে, "Close contact with relatives can even help them through illnesses and extend their life span. Social contact can reduce depression and even strengthen our immune system."

লেখক: শিক্ষিকা, শিলিগুড়ি

 

Mailing List