সত্যিই কি জুড়লেন রাহুল? প্রথমে সাংসদ, এবার কি বললেন তৃণমূল বিধায়ক?

সত্যিই কি জুড়লেন রাহুল? প্রথমে সাংসদ, এবার কি বললেন তৃণমূল বিধায়ক?
10 Jan 2023, 11:30 AM

সত্যিই কি জুড়লেন রাহুল? প্রথমে সাংসদ, এবার কি বললেন তৃণমূল বিধায়ক?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বৈপ্লবিক এবং যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়েছিলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। আর এবার সৎ এবং ভালো উদ্যোগ বলে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেছিলেন শত্রুঘ্ন সিনহা। তিনি রাহুলের এই যাত্রাকে বৈপ্লবিক পদক্ষেপ বলে বর্ণনা করেন। পাশাপাশি যুব সমাজ উৎসাহিত হবে বলেও জানান। যদিও তৃণমূলের তরফে শত্রুঘ্নর মন্তব্য দলের নয়। এটা ব্যক্তিগত মতামত বলে এড়িয়ে যাওয়া হয়েছে।

এবার ঠিক একই সুরে গলা মেলালেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি দিদির সুরক্ষা কবজ কর্মসূচির এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে বলেন, বিনোবা ভাবে হেঁটেছিলেন। রাহুল গান্ধীও এখন হাঁটছেন। এটা ভালো। ভারতকে সবাই নিজের মতো করে জোড়ার চেষ্টা করছেন। খারাপ কি? কংগ্রেসের তরফে এই ভারত জোড়ো যাত্রায় তৃণমূলকেও অংশগ্রহণ করতে বলা হয়েছিল। কিন্তু এই যাত্রায় অংশ নেয়নি তৃণমূল। তবে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্য নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। ভারত জোড়ো যাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে সাংবাদিকরা প্রশ্ন করেন। তার জবাবে চিরঞ্জিত বলেন, রাহুল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হাঁটছেন। এটা সৎ উদ্যোগ এবং ভালো উদ্যোগ। এতে নেতিবাচক কোনো মনোভাব নেই। যে যার মত করে ভারতকে জোড়ার চেষ্টা করছেন। অবশ্যই ভালো উদ্যোগ। তবে তার মন্তব্যকে ঘিরে যে রাজনৈতিক জল্পনা শুরু হতে পারে সেটা স্পষ্ট। তাই সঙ্গে সঙ্গেই চিরঞ্জিত চক্রবর্তী জানিয়ে দিয়েছেন, এটা তার একান্তই ব্যক্তিগত মতামত।

Mailing List