বেতন পাননি তিনমাস, কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখাচ্ছেন কারা?

বেতন পাননি তিনমাস, কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখাচ্ছেন কারা?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কাজ করছেন, কিন্তু মিলছে না বেতন। তিনমাস হয়ে গেল নেই বেতন। এবার সেই বকেয়া বেতনের দাবিতে কলকাতা পুরসভায় বিক্ষোভ দেখালেন পুরসভার চুক্তিভিত্তিক মালিরা। মালিদের বিক্ষোভে বুধবার বেলার দিকে তুমুল উত্তেজনা ছড়ায় কলকাতা পুরসভা চত্বরে। অভিযোগ, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক মালিরা প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এদিন বকেয়া বেতনের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকেও বাতিলের দাবি তোলেন বিক্ষোভকারীরা। উদ্যান বিভাগের ডিজির ঘরের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা। কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মালিরা মূলত চুক্তিভিত্তিক কর্মী। ঠিকাদার সংস্থার মাধ্যমেই তাঁদের নিয়োগ হয়।
কিন্তু অভিযোগ, জানুয়ারি মাস থেকে তাঁদের বেতন বন্ধ। ফলে চরম বেকায়দায় পড়েছেন তাঁরা। বকেয়া বেতনের পাশাপাশি নিয়মিত বেতন দেওয়ার দাবিও জানান তাঁরা। এই দাবির সমর্থনে বেশ কিছুক্ষণ অবস্থানও করেন তাঁরা। কিছুক্ষণ পর বিক্ষুব্ধ কর্মীদের কয়েকজন প্রতিনিধি উদ্যান বিভাগের ডিজির সঙ্গে দেখা করেন। বেরিয়ে এসে তাঁরা জানান, তাঁদের সমস্যা নিয়ে কথা হয়েছে। ডিজি গোটা বিষয়টি পুর কমিশনার ও উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমারকে জানাবেন বলেও তাঁদের আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে দ্রুত সমস্যার সমাধান করবেন বলেও আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীদের। তবে পুরসভা সূত্রে জানা গিয়েছে, এটা টাকার সমস্যা নয়, কিছু আইনি জটিলতায় সংশ্লিষ্ট পক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় এই বিপত্তি ঘটেছে। তবে খুব শিগগিরই এই সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।


