গলফ খেলছেন ধোনি, সঙ্গীর নাম শুনলে অবাক হবেন আপনিও

গলফ খেলছেন ধোনি, সঙ্গীর নাম শুনলে অবাক হবেন আপনিও
08 Sep 2023, 06:25 PM

গলফ খেলছেন ধোনি, সঙ্গীর নাম শুনলে অবাক হবেন আপনিও

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গলফ খেলছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। জানা গিয়েছে, ট্রাম্পের নামাঙ্কিত নিজস্ব গলফ কোর্সেই খেলতে নেমেছিলেন দুই বিখ্যাত ব্যক্তিত্ব।শোনা যাচ্ছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ধোনিকে গলফ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। নিউ জার্সিতে অবস্থিত ট্রাম্পের নিজস্ব গলফ কোর্সেই দেখা হয় তাঁদের। নিজের চিরাচরিত মাগা টুপি পরে ট্রাম্প, অন্যদিকে নয়া লুকে ধোনি। সোশ্যাল মিডিয়ায় ধোনি ভক্তদের উচ্ছ্বাস স্বভাবতই গগনচুম্বী।

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ় বনাম আলেকজ়ান্ডার জেরেভের ম্যাচ দেখতে গিয়েছিলেন ধোনি। দর্শক আসনে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছিল। এর পর ধোনিকে দেখা গেল নিউ জার্সিতে ট্রাম্পের নামাঙ্কিত গল্ফ ক্লাবে। সেখানে ট্রাম্পের সঙ্গেই গল্ফ খেললেন ধোনি। সেই ছবি পোস্ট করলেন এক ভারতীয় ব্যবসায়ী।

ধোনির বন্ধু ব্যবসায়ী হিতেশ সাংভি এই ভাইরাল ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তিনিই জানিয়েছেন যে কোথায় হল এই সাক্ষাতপর্ব। নিউ ইয়র্ক লাগোয়া নিউ জার্সিতে অবস্থিত বেডমিনিস্টার। সেখানেই গল্ফ খেললেন বিশ্বের দুই অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ট্রাম্প-ধোনি দুজনে মিলে খেলছেন। ধোনির টেকনিকের ওপর কড়া নজরও রাখছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি।

রাজনীতি থেকে বরাবরই দূরে থাকেন ধোনি, রাজনীতিবিদ বা প্রশাসনিক প্রধানদের সঙ্গে একমঞ্চে খুব একটা দেখা যায় না প্রাক্তন অধিনায়ককে। সেই ধোনিই খানিকটা চমক দিয়ে গলফ খেলায় মেতে উঠলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

Mailing List