জয়ে ফিরতে মরিয়া লাল হলুদ, কলকাতাতে ম্যান ইউ ম্যাচ ?

জয়ে ফিরতে মরিয়া লাল হলুদ, কলকাতাতে ম্যান ইউ ম্যাচ ?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগে সুপার সিক্সে প্রথম ম্যাচে খিদিরপুরের কাছে আটকে যাওয়ার পর বুধবার ইস্টবেঙ্গলের সামনে এরিয়ান।
পুজো শুরুর আগে এরিয়ানকে হারিয়ে সমর্থকদের জয় উপহার দিতে চান নিরঞ্জন মণ্ডল, সঞ্জীব ঘোষ, দীপ সাহারা।
এরিয়ানে তিন বিদেশি ফুটবলার আছে। রক্ষণ, মাঝমাঠ আর আপফ্রন্টে ক্যামেরুনের ৩ ফুটবলার। বাড়তি সতর্ক থাকতেই হবে লাল-হলুদ কোচ বিনো জর্জকে। সিনিয়র দল থেকে চার ফুটবলারকে এরিয়ান ম্যাচের জন্য পাঠানোর কথা। কোন চার ফুটবলারকে ছাড়া হবে তা ঠিক করবেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনই।
এদিকে, কলকাতা ফুটবলের ম্যান ইউ ভক্তদের জন্য সুখবর। শহর থেকে কয়েক হাজার মাইল দূরে ইপিএলের ম্যাচ হলেও, সেই উষ্ণতা নেওয়ার সুযোগ কেই বা হাতছাড়া করতে চায়! রেড ডেভিলস সমর্থকরা কলকাতাতে একসঙ্গে জড়ো হয়েই প্রিয় দলের জন্য গলা ফাটাতে পারবেন। সঙ্গে থাকবেন আবার ম্যান ইউয়ের দুই প্রাক্তন ফুটবলার। নিকো পার্কে বড় পর্দায় দেখানো হবে ম্যান ইউ ও নিউ ক্যাসেল ম্যাচ। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ভারতে রেড ডেভিলসদের ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছিল ম্যান ইউ। ৩৩ শতাংশ ভোট পেয়ে অন্য সব শহরকে হারিয়ে দেয় কলকাতা। এরপরই ১৬ অক্টোবর ম্যাঞ্চেস্টারের ম্যাচের স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি সপ্তাহেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্লাব-উদযাপন পর্ব ভারতে শুরু হয়েছে। তিন সপ্তাহ ধরে চলবে সেলিব্রেশন। ১৬ অক্টোবর লাইভ ম্যাচ স্ক্রিনিং দেখানো হবে ম্যান ও বনাম নিউক্যাসেল ম্যাচ।
ইমামি ইনভেস্টর হিসাবে যোগ দেওয়ার আগে ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গাঁটছড়া বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছিল। উদ্যোগ নিয়েছিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেই সংযুক্তি আর বাস্তবায়িত হয়নি।তবে ম্যান ইউ যোগ কিন্তু কলকাতার সঙ্গে আবার তৈরি হল।


