ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকাতে একাধিক দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন এসইউসিআইর

ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকাতে একাধিক দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন এসইউসিআইর
দিব্যেন্দু গোস্বামী
বীরভুমের মহম্মদবাজারের ডেউচা পাচামি এলাকায় কয়লাখনি করা নিয়ে জটিলতা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বিক্ষোভ। সেখানে কয়লাখনি করা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দাদের একাংশ। সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। তারা বিভিন্ন দাবিতে মিছিল করেছে। এবার এসইউসিআই-এর পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে শুক্রবার বীরভূম জেলাশাসককে একটি ডেপুটেশন দেওয়া হল। তাদের এই ডেপুটেশনের মূল দাবিগুলি হল ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকা নিয়ে। তাদের যে সকল দাবি রয়েছে তার মধ্যে অন্যতম হল, ঘুরপথে আদিবাসীদের উচ্ছেদ করা যাবে না, আদিবাসীদের সঙ্গে প্রশাসনকে স্বতঃপ্রণোদিত ভাবে কথা বলতে হবে ইত্যাদি। এই ডেপুটেশন জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা আজ বীরভূম জেলাশাসক দফতরের সামনে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন এবং তারপর ডেপুটেশন জমা দেন।



