ডেঙ্গু ভয়াবহ আকার নিচ্ছে বাংলাদেশে, সব থেকে বেশি আতঙ্ক রাজধানী ঢাকায়, মৃত্যুতে 22 বছরের রেকর্ড ভাঙলো

ডেঙ্গু ভয়াবহ আকার নিচ্ছে বাংলাদেশে, সব থেকে বেশি আতঙ্ক রাজধানী ঢাকায়, মৃত্যুতে 22 বছরের রেকর্ড ভাঙলো
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বাংলাদেশে থাবা বসাচ্ছে ডেঙ্গি। গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গুতে সব থেকে বেশি আতঙ্ক ছড়িয়েছে ঢাকাতে। কারণ, গত ২৪ ঘণ্টায় যাঁরা আক্রান্ত তাঁদের মধ্যে ঢাকারই রয়েছেন ১৪৪ জন। ঢাকার বাইরে ১২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখনও বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন বাংলাদেশে। তাঁদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৬৯৭ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৪৮৪ জন।
চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৬০ হাজার ৭৮ জন। যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেনস এটা সেই পরিসংখ্যান। আর এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে গত মাস অর্থাৎ নভেম্বর মাসে। মৃতের সংখ্যা ১১৩ জন।
২০০০ সাল থেকে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। সেই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। সে বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ১৭৯ জনের। করোনা মহামারির সময় অবশ্য ডেঙ্গু থাবা বসাতে পারেনি। ফলে ২০২০ সালে ডেঙ্গুতে মাত্র ৭ জনের মৃত্যু হয়। তবে ২০২১ সালে করোনার পাশাপাশি ডেঙ্গুতেও মৃত্যু বাড়ে। মৃত্যু হয় ১০৫ জনের। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সব রেকর্ড ছাপিয়ে গেল বাংলাদেশ।


