লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, সঙ্গে মৃত্যুও, পরিসংখ্যান বলছে পূর্বের তুলনায় আক্রান্ত ও মৃত্যু পাঁচগুণ বেশি বাংলাদেশে!

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, সঙ্গে মৃত্যুও, পরিসংখ্যান বলছে পূর্বের তুলনায় আক্রান্ত ও মৃত্যু পাঁচগুণ বেশি বাংলাদেশে!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘন্টাতেও নতুন করে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনই পরিস্থিতি বাংলাদেশে। বাদ পড়ছে না রাজধানী ঢাকাও। আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২১ জন ও ঢাকার বাইরে ২০ জন। আর এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৪৯ জন ডেঙ্গু রোগী। তাঁদের মধ্যে ঢাকাতেই ১৫২ জন, ঢাকার বাইরের হাসপাতালে আছেন ৯৭ জন।
সরকারি পরিসংখ্যা বলছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় ৫ গুণ বেশি।
২০০০ সালের পর থেকেই ডেঙ্গুতে আক্রমণ বেড়েছে বাংলাদেশে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ২৮ হাজার ৪২৯ জন।মৃত্যু হয়েছিল ১০৫ জনের। আর ২০২১ সালের ডিসেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০৭ জন। মৃত্যু হয় মাত্র ৭ জনের। আর ২০২২ সালের চিত্রটা কেমন? ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪ জন। আগের বছরের (২০২১) চেয়ে আক্রান্তের এ হার প্রায় পাঁচ গুণ বেশি। মৃত্যু হয়েছে ২৭ জনের। অর্থাৎ সব ক্ষেত্রেই পাঁচ গুণ বেশি।


