ফের মেদিনীপুর শহরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ফের মেদিনীপুর শহরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
16 Sep 2023, 07:15 PM

ফের মেদিনীপুর শহরে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। বিভিন্ন ব্লকে ডেঙ্গুর গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। কিছুদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক জনের। শুক্রবার মেদিনীপুর শহরে ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো আর এক যুবকের। যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। উদ্বেগ স্বাস্থ্য দফতরের অন্দরেও। শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বছর ২৭ এর এক যুবকের।

জানা গিয়েছে, যুবকের বাড়ি মেদিনীপুর শহরে। কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিল ওই যুবক। বৃহস্পতিবারই তাকে ভর্তি করা হয় মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে। এরপর শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। গোটা বিষয় নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি খুব উদ্বেগ জনক না হলেও গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার বেশি। শুক্রবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক জনের শরীরে ধরা পড়েছে ডেঙ্গুর সংক্রমণ, যা চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের। যে সমস্ত এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি সেই সমস্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

উল্লেখ্য, চলতি মাসের দুই তারিখ মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে সংক্রমিত হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। এরপর শুক্রবার সন্ধ্যায় এক যুবকের মৃত্যু নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২।

Mailing List