দিল্লির জামা মসজিদে একা মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ, কী বলছে মসজিদ কর্তৃপক্ষ

দিল্লির জামা মসজিদে একা মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ, কী বলছে মসজিদ কর্তৃপক্ষ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দিল্লির জামা মসজিদে একা মহিলাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে। মসজিদ কর্তৃপক্ষের এই নির্দেশ নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সমালোচনার মুখে অবশেষে এ নিয়ে মুখ খুললেন মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের পক্ষে সাবিউল্লাহ খান বলেন, মেয়েরা একা এখানে এসে তাদের পুরুষ সঙ্গীর সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে সময় কাটান। ইন্সটাগ্রাম রিলস ও টিকটক ভিডিও করেন। ধর্মীয় স্থানে এসব আচরণ বরদাস্ত করা হবে না। তাই এসব অবিলম্বে বন্ধ করতে নোটিস জারি করেছে জামা মসজিদ কর্তৃপক্ষ। তাঁর এক নির্দেশে দিল্লির জামা মসজিদ চত্বরে একা অবিবাহিত মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
সাবিউল্লাহ খান আরও বলেন, অবিবাহিত মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এটি একটি ধর্মীয় স্থান তাই সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ধর্মীয় আচার পালনের জন্য মসজিদে আসেন তাদের জন্য কোনও বাধা নেই। পরিবার নিয়ে আসাতেও কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি পরিষ্কার করে জানান, এ নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। মসজিদে এখানে মহিলাদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সিঙ্গল মেয়েদের ক্ষেত্রেই শুধু এটা করা হয়েছে। পরিবার নিয়ে বা বিবাহিত দম্পতিদের মসজিদে আসতে কোনও বাধা নেই। কিন্তু এখানে কাউকে সময় দেওয়া, মসজিদকে মিটিং পয়েন্ট হিসেবে বানানো, পার্ক মনে করা, নাচের ভিডিও বানানো কোনও ধর্মীয় স্থানের জন্য উপযুক্ত কাজ নয়। যে কোনও ধর্মীয় স্থানে প্রোটোকল মেনে চলা সবার উচিত। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল মসজিদকে শুধুমাত্র ধর্মীয় আচার পালন ও উপাসনার জন্য ব্যবহার করা উচিত।


