Vodafone আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট, ২ হাজার কোটি টাকা জরিমানার মুখে টেলি জায়েন্ট ভোডাফোন

Vodafone আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট, ২ হাজার কোটি টাকা জরিমানার মুখে টেলি জায়েন্ট ভোডাফোন
25 May 2023, 08:30 PM

Vodafone আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট, ২ হাজার কোটি টাকা জরিমানার মুখে টেলি জায়েন্ট ভোডাফোন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ২০১৬ সালে নিয়ম ভাঙার অভিযোগে দুই টেলিকম জায়েন্ট ভোডাফোন এবং আইডিয়াকে পৃথক ভাবে ১০৫০ কোটি এবং ৯৫০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাই বা টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া। সেই জরিমানার নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ভোডাফোন। বৃহস্পতিবার তাদের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। ফলে এখন ভোডাফোন ও আইডিয়া প্রায় ২ হাজার টাকা জরিমানার মুখে দাঁড়াল।

অভিযোগ, ২০১৬ সালে রিলায়েন্স জিও-কে 'ইন্টারকানেক্ট পয়েন্ট' দিতে চায়নি ভোডাফোন, আইডিয়া এবং ভারত এটারটেল। এই অবস্থায় এই তিন টেলিকম সংস্থাকে সার্কেল প্রতি ৫০ কোটি টাকা করে জরিমানা করে ট্রাই। পরে ২০১৮ সালে ভোডাফোন এবং আইডিয়া দুই সংস্থা মিলে যায়। ফলে এখন সম্মিলিত ভাবে ভোডাফোনকে সেই জরিমানার ২০০০ কোটি টাকা মেটাতে হবে। তবে জরিমানা খারিজ করার আবেদন জানিয়ে তারা দ্বারস্থ হয়েছিল উচ্চ আদালতে। তবে সেখানেও স্বস্তি পেল না টেলিকম জায়েন্ট। ২০১৬ সালে ভোডাফোনকে ২১টি সার্কেল পিছু ৫০ কোটি টাকা করে ১০৫০ কোটি টাকা এবং আইডিয়াকে ১৯টি সার্কেল পিছু ৯৫০ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাই।

ট্রাই জানিয়েছিল, জিও-কে সংযোগের পয়েন্ট না দিয়ে লাইসেন্সিংয়ের নিয়ম লঙ্ঘন করেছে টেলিকম অপারেটররা। প্রতিযোগিতা ঠেকাতেই এই পদক্ষেপ করেছিল এই সংস্থাগুলি। এই আবহে ভোডাফোন, আইডিয়া, ভারতী এয়ারটেলের সেই পদক্ষেপকে উপভোক্তা-বিরোধী বলে আখ্যা দেয় ট্রাই। ট্রাই বলে যে জিও-কে পর্যাপ্ত সংযোগের পয়েন্ট না দেওয়ার ফল তাদের নেটওয়ার্কে গ্রাহকদের বিপুল সংখ্যক কল ড্রপ হয়েছিল। এই জন্যই জরিমানার মুখে পড়ে ভোডাফোন। দীর্ঘ কয়েক বছর ধরেই এই মামলা চলছিল। গত ২৪ এপ্রিল মামলার রায়দান স্থগিত রাখেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। এদিন ভোডাফোনের আবেদন খারিজ করে দিল বেঞ্চ।

Mailing List