ওডিশার বিরুদ্ধে হার, মনোজদের মিশন এবার নক আউট

ওডিশার বিরুদ্ধে হার, মনোজদের মিশন এবার নক আউট
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিটা ভালোভাবে হল না বাংলার। ম্যাচের শেষদিন বাংলারকে সাত উইকেটে পরাজিত করল ওড়িশা। দ্বিতীয় ইনিংস অভিমন্যু ঈশ্বরণের শতরানও বাংলার পরাজয় রুখতে পারল না। ঈশ্বরণ ও মনোজ তিওয়ারি বাদে প্রথম ইনিংসের মতোই ব্যর্থ গোটা বাংলা ব্যাটিং লাইন আপ।প্রথম ইনিংসে ফলো-অন হজম করার পরেও, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল বাংলা। রুখে দাড়িয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ মনোজ ও সুদীপ ঘরামি।
ফলে তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলেছিল বাংলা। লিড ছিল ৫৫ রানের। কিন্তু শেষ দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেল মনোজদের ব্যাটিং। অভিমন্যু ১০১ রান করলেও, মনোজ ৫২ রানে ফিরে যান। অভিষেক পোড়েল করেন ৩৮ রান। এরপর আর কেউ বাইশ গজে রুখে দাঁড়াতে পারেননি।জয়ের জন্য ওড়িশার সামনে ১১২ রানের লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে খুব সহজেই মাত্র তিন উইকেট হারিয়ে পৌঁছে যায় ওড়িশা। অনুরাগ সারঙ্গি ৩৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে আকাশ ঘটক দুই উইকেট নেন। এই হারের ফলে বাংলার অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল। কোয়ার্টার ফাইনালে আগামী ৩১শে জানুয়ারী থেকে মুখোমুখি বাংলা ও ঝাড়খন্ড। সম্প্রচারজনিত সমস্যার কারণে কল্যাণী থেকে সরিয়ে ইডেন গার্ডেন্সে হতে পারে বাংলা বনাম ঝাড়খন্ড কোয়ার্টার ফাইনাল।ম্যাচ শেষে ওপেনার সমস্যা নিয়ে লক্ষীরতন শুক্লা বলেন,সেহওয়াগ বা জাস্টিন ল্যাঙ্গার ওপেনার ছিলেন না। কিন্তু সুযোগ দেওয়ার পরেই তারা জায়গা পোক্ত করেছিলেন। সেইভাবেই একজনকে ওপেনার হিসেবে সুযোগ না দিয়ে কিছু বলা উচিত নয়। প্রতিটি খেলা থেকেই শিক্ষণীয় বিষয় থাকে।"


