ছাত্রীর প্রতি বঞ্চ‌না, সাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব দীপার কোচ

ছাত্রীর প্রতি বঞ্চ‌না, সাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব দীপার কোচ
13 Aug 2023, 07:15 PM

ছাত্রীর প্রতি বঞ্চ‌না, সাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব দীপার কোচ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে দীপা কর্মকারের অংশগ্রহণের সম্ভভনা ক্রমেই কমছে। তাঁর আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।সাইয়ের প্রধান কার্যালয়ে জিমন্যাস্টিক ফেডারেশনের প্রধান সুধীর মিত্তল এবং জিএফআই বিশেষজ্ঞ দীপার উপস্থিতিতেই এক বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কেবলমাত্র প্রণতির নামই নির্বাচনের জন্য বিচার করা হবে। বাকিরা সদ্যসমাপ্ত যোগ্যতাঅর্জনপর্বে সন্তোষজনক পয়েন্ট স্কোর করতে পারেননি। মহিলাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়ে কোনও সমস্যা না হলেও, পুরুষ জিমন্যাস্টদের ক্ষেত্রে বিষয়টা খানিকটা ভিন্ন ছিল।

দ্রোণাচার্য পুরস্কার জয়ী দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী ব‌লছেন, ‘তাহলে ট্রায়াল নেওয়ার অর্থ কী? মেয়েটা ট্রায়ালে এক নম্বরে থাকল। তারপরও সুযোগ দেওয়া হবে না। ও যদি পাঁচ নম্বরে  থাকল আমাদের কিছু বলার ছিল না। কিন্তু এক নম্বরে থাকার পরও কেন দলে জায়গা হবে?’

একইসঙ্গে তিনি বলেন, ‘আর্টিস্টিক জিমন্যাস্টিককে বলা হয় মাদার অফ স্পোর্টস। যারা এই নোংরামি করছে তারা ভারতবর্ষের খেলাধুলার গলা টিপা মারছে।আমি নিজেও বহু আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছি এবং কোচিং করিয়েছি। কিন্তু আমার জীবনে কখনও দেখিনি বর্তমান নয় অতীত পারফরম্যান্স দেখে দল গঠন করতে। তাও এই টেকনিক্যাল গেমে।’

দীপাকে বাদ দেওয়ার কারণ হিসেবে উঠে আসছে তিনি যোগ্যতার অর্জন করতে ব্যর্থ হয়েছেন। বলা হয়েছে, ব্যক্তিগত ইভেন্টে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ মাসের মধ্যে অষ্টম স্থান অর্জন করতে হবে। ১৫ জুলাই সময়সীমার মধ্যে এশিয়াড আয়োজকদের কাছে ক্রীড়াবিদদের পাঠানো তালিকায় দীপার নাম ছিল।

Mailing List