জেল হেফাজতে বন্দির মৃত্যু! উত্তপ্ত হাওড়ার পাঁচলা

জেল হেফাজতে বন্দির মৃত্যু! উত্তপ্ত হাওড়ার পাঁচলা
02 Sep 2023, 04:17 PM

জেল হেফাজতে বন্দির মৃত্যু! উত্তপ্ত হাওড়ার পাঁচলা

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

জেল হেফাজতে বন্দির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো হাওড়া জেল চত্বরে ও পাঁচলা থানা এলাকার জয়নগর সর্দারপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সোমনাথ সরদার। বয়স ২২। কয়েক বছর আগে একটি পুরনো মামলায় ওয়ারেন্ট থাকায় মঙ্গলবার পাঁচলা থানার পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে আনে সোমনাথ সরদারকে। বৃহস্পতিবার রাতের দিকে সোমনাথ সর্দারের বাড়িতে খবর পাঠানো হয় সোমনাথ অসুস্থ ও হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু সেখানে গিয়ে সোমনাথের আত্মীয়-স্বজনরা দেখতে পায় সে মৃত। তার গায়ে একাধিক আঘাতেই চিহ্ন রয়েছে বলে অভিযোগ সোমনাথের আত্মীয়দের। এই খবর পাঁচলার জয়নগর এলাকায় ছড়িয়ে পড়তেই  তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। আইনী কাজকর্ম করতে সোমনাথের বাড়িতে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা ‌। সোমনাথের পরিবারে অভিযোগ জেলের ভিতর  পুলিশ তাকে বেধড়ক মারধর করেছে।  আর এর ফলেই তার মৃত্যু হয়েছে। যদিও এই অভিযোগ মানতে চাই নি জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষের দাবি সোমনাথ আগে থেকেই অসুস্থ ছিল। এই চাপান উতোরের মধ্যেই একটি প্রশ্ন তীব্র দানা বেঁধেছে যে সোমনাথকে জেল হেফাজতে নেওয়ার পর তাকে কি শারীরিক পরীক্ষা করা হয়েছিল? ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে সোমনাথের আত্মীয় ও এলাকার বাসিন্দারা।

Mailing List