ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যুর মিছিল অব্যাহত সাত দিনে আট জনের মৃত্যু, আহত দুই জন, আতঙ্কিত এলাকার বাসিন্দারা

ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যুর মিছিল অব্যাহত সাত দিনে আট জনের মৃত্যু, আহত দুই জন, আতঙ্কিত এলাকার বাসিন্দারা
24 Mar 2023, 07:50 PM

ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যুর মিছিল অব্যাহত সাত দিনে আট জনের মৃত্যু, আহত দুই জন, আতঙ্কিত এলাকার বাসিন্দারা

 

অদ্রিজা বেরা, ঝাড়গ্রাম

 

ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। গত সাত দিনে হাতির হামলায় আট জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দুইজন। গত শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি ঘোড়া পাড়া এলাকার বাসিন্দা জিতু হেমব্রম মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায়। রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার  নিগুই এলাকায় দময়ন্তি মাহাতো নামে চব্বিশ বছর বয়সী এক গৃহবধুর মৃত্যু হয়। গত সোমবার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় ২৫ বছর বয়সি সুজিত মাহাতো নামে এক যুবকের মৃত্যু হয়।তার বাড়ি ঝাড়গ্রাম থানার ইন্দখাঁড়া গ্রামে।

ওই রাতেই ঝাড়গ্রাম থানার বালিয়া এলাকায় নমিতা মাহাতো নামে ৬৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। বুধবার রাতে হাতির হামলায় আহত বিনপুর এক ব্লকের বসন্তপুর গ্রামের মঙ্গলা খামরুই নামে ৮৫ বছরের এক বৃদ্ধা ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যায়। শুক্রবার সকালে বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত দলদলি এলাকার জঙ্গলে ৭৫ বছর বয়সী গুরুচরণ মাহাতো সহ সুবলা পাল নামে  ৪৩ বছর বয়সী  এক মহিলা হাতির হামলায় মারা যায়। এছাড়াও শুক্রবার বেলপাহাড়ি থানার ভুলা ভেদার  জঙ্গলে সরোজ মাহাতো নামে ৬০ বছর  বয়সী এক ব্যক্তি হাতির হামলায় মারা যায়। একদিনে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটায় শুক্রবার বেলপাহাড়ি থানার ফুলবেড়িয়া, ভুলাভেদা ,দলদলি সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই তিনজনেই জঙ্গলে মুহুল ফল গুড়োতে গিয়েছিল বলে স্থানীয়  সূত্রে জানা যায়। যার ফলে ফুলবেড়িয়া, দলদলি,ভুলাভেদা এলাকায় হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলপাহাড়ি থানার পুলিশ ,ঘটনাস্থল থেকে মৃতদেহটি তিন টি উদ্ধার করে শুক্রবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় বেলপাহাড়ি থানার পুলিশ। তবে এক দিনে হাতির হামলায় তিন জনের ঘটনার ফলে মৃত  তিনজনের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে । বনদফতরের পক্ষ থেকে মৃত দের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও গত সাত দিনে হাতির হামলায় দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৭ দিনে  আট জনের মৃত্যু ও দুইজন হাতির হামলায় আহত হওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। শুধু প্রাণ হানির ঘটনা নয়, গত সাত দিনে প্রায় ৫৫টি মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল, সেই সঙ্গে তিনটি বাইক ও একটি প্রাইভেট গাড়ি ভেঙে দিয়েছে। এছাড়াও শতাধিক বিঘা জমির ফসল নষ্ট করেছে। খাবারের সন্ধানে বিভিন্ন দোকানে গিয়ে তান্ডব চালিয়েছে। আটা মিলে ঢুকে আটা খেয়ে তাণ্ডব চালিয়েছে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে খাবার সংগ্রহ করেছে হাতি, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দলছুট হাতি খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে  ঢুকে ঘুরে বেড়াচ্ছে। যার ফলে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।

যেভাবে হাতির দল মানুষের ও ফসলের ক্ষতি করছে তাতে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। যার ফলে বন দফতরের উপর মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। বনদফতরের পক্ষ থেকে কেবলমাত্র মানুষকে সতর্ক থাকার নির্দেশ  দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে হাতির দল বিভিন্ন এলাকায় ঢুকে তান্ডব শুরু করেছে তাতে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশই বেড়েই চলছে। হাতির হামলায় মৃতদের পরিবারকে বন দফতরের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ বাবদ চেক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যাদের ঘরবাড়ির ও ফসলের ক্ষতি করেছে হাতির দল তারা সঠিক ক্ষতিপূরণ বন দফতরের কাছ থেকে পায়নি বলে অভিযোগ। যার ফলে বন দপ্তরের উপর ক্ষুব্ধ ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

Mailing List