কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্ত প্রতিনিধিদের নিয়ে সারাদিনব্যাপী আধ্যাত্মিক শিবির

কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্ত প্রতিনিধিদের নিয়ে সারাদিনব্যাপী আধ্যাত্মিক শিবির
27 Aug 2023, 06:50 PM

কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনে ভক্ত প্রতিনিধিদের নিয়ে সারাদিনব্যাপী আধ্যাত্মিক শিবির

 

সুব্রত গুহ, পূর্ব মেদিনীপুর

 

কাঁথি রামকৃষ্ণ মঠ মিশনে মিশনের রামকৃষ্ণানুরাগী ও ভক্তদের নিয়ে ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে সারাদিনব্যাপী এক আধ্যাত্মিক শিবির অনুষ্ঠিত হয়। সকালে আধ্যাত্মিক শিবিরে প্রায় দুশো রামকৃষ্ণানুরাগী ও ভক্ত প্রতিনিধিদের নাম নথিভুক্তকরণের পর স্বামী দক্ষানন্দের পরিচালনায় শান্তিমন্ত্র পাঠ ও ভজন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। এরপর স্বামী রমানাথানন্দের পরিচালনায় সমবেত রামকৃষ্ণশতনামার্চনা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণশতনামার্চনার পর কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দ মহারাজের পরিচালনায় সমবেত ধ্যান কথামৃত পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

শিবিরে স্বামী লোকপ্রিয়ানন্দের পরীচালনায় পুষ্পাঞ্জলি প্রদান ও স্বামী পদ্মানন্দের পরিচালনায় সমবেত গীতা পাঠ ছাড়াও শিবিরে উপস্থিত মহিলা ভক্ত প্রতিনিধিদের মধ্য থেকে 'মায়ের কথাও পুরুষ ভক্ত প্রতিনিধিদের মধ্য থেকে 'স্বামীজীর বাণী' পাঠ অনুষ্ঠিত হয়। পরিশেষে  সমবেত  ভজন কীর্তন পরিবেশনের  মাধ্যমে আধ্যাত্মিক শিবিরের পরিসমাপ্তি হয়। আধ্যাত্মিক শিবিরে কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের সকল মহারাজবৃন্দের অংশ নেওয়া ছাড়াও সভাপতি সহ প্রায় সকল পরিচালক মন্ডলীর সকল সদস্য অংশ নেন।

Mailing List