গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পালে হাওয়া টানতে স্বেচ্ছাসেবক লীগের দিনভর গণসংযোগ

গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পালে হাওয়া টানতে স্বেচ্ছাসেবক লীগের দিনভর গণসংযোগ
20 May 2023, 02:40 PM

গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পালে হাওয়া টানতে স্বেচ্ছাসেবক লীগের দিনভর গণসংযোগ

 

আনফোল্ড বাংলা ঢাকা ব্যুরো: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পালে হাওয়া লেগেছে দারুন ভাবে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আজমত উল্লা খান এর নৌকা মার্কার সমর্থনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে ১৮ মে বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হইতে রাত ৯ ঘটিকা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের প্রতিটি অলি গলিতে জনসাধারণের মাঝে নৌকা প্রতীক এর পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জাতীয় পরিষদ সদস্য আতাউর রহমান, আনিসুর রহমান  টিপু, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নুর মোঃ মামুন সহ মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। শুক্রবার ২০ মে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ -দপ্তর সম্পাদক অ্যাড মোঃ মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

Mailing List