বিশ্ব দরবারে আবারও নজর কাড়লো দার্জিসিংয়ের টয় ট্রেন, তিনগুণ বেশি আয় করে ছাপিয়ে গেল সর্বকালীন রেকর্ড!

বিশ্ব দরবারে আবারও নজর কাড়লো দার্জিসিংয়ের টয় ট্রেন, তিনগুণ বেশি আয় করে ছাপিয়ে গেল সর্বকালীন রেকর্ড!
10 Jan 2023, 04:09 PM

বিশ্ব দরবারে আবারও নজর কাড়লো দার্জিসিংয়ের টয় ট্রেন, তিনগুণ বেশি আয় করে ছাপিয়ে গেল সর্বকালীন রেকর্ড!

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পর্যটনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। তা সত্ত্বেও ২০১৭ সাল থেকে পাহাড়ে মোর্চার রক্তক্ষয়ী সংগ্রাম এবং করোনা সংক্রমনের পর থেকে টয়ট্রেনের হেরিটেজ তকমা ধরে রাখা নিয়েই একপ্রকার সংশয় তৈরি হয়ে গিয়েছিল। তার কারণ, এনজেপি- দার্জিলিং রুটে বিভিন্ন জায়গায় ধস নামার ফলে টয়ট্রেন বন্ধ রাখতে হয়েছিল। আর তার ফলেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে।

রেলকর্তারা বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এনজেপি থেকে কার্শিয়াং বাসে এবং কার্শিয়াং থেকে দার্জিলিং টয়ট্রেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা চালু করেন। এই টয়ট্রেনের দিকে গুরুত্বপূর্ণভাবে নজর দেওয়া শুরু করেন রেলের আধিকারিকেরা। বিশ্ব দরবারে দার্জিলিং এর এই হেরিটেজ টয়ট্রেনকে তুলে ধরার জন্য ব্যাপক প্রচার শুরু করা হয়। রেলের তরফে বছরে দুইবার ঘুম উৎসব করার পরিকল্পনা নেওয়া হয়। তার সঙ্গে জয় রাইড, নাইট সাফারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর পরেই দেখা যায় বাজিমাত করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

১ অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত টয়ট্রেনের টিকিট বুক হয়েছে ওয়েটিং লিস্ট তৈরি করার মাধ্যমে! রেলের আধিকারিকরা আর নিরাশ হননি। টয়ট্রেনের  ইতিহাসে যা উল্লেখযোগ্যভাবে নজর কাড়ে এবং এটাই প্রথম বলে জানা যায়। বছরের শেষে পর্যটকদের চাপ এতটা পরিমাণে বেড়ে যায় যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সংখ্যা বাড়িয়ে দিতে হয়। বিশেষ করে নাইট সাফারি থেকে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত ট্রেনের সংখ্যাও বাড়াতে হয়েছে। যাতে বিশ্বের দরবারে যে টয়ট্রেনের ব্যাপকভাবে প্রচার করা হয়েছে তার চাহিদা যখন বাড়ছে, সেই সময় যেন কোনো পর্যটক টয়ট্রেনের টিকিট না পেয়ে হতাশ না হয়ে যান। সেই দিকে লক্ষ্য ছিল ডি এইচ আর ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটির সদস্যদের। তারাও এর ফলে খুশি।

আর তার ফলে লাভও হল নজরকাড়া। এবার দেখা গেল, ডি এইচ আর এর ইতিহাসে এই প্রথম এত বিপুল পরিমাণে লাভের মুখ দেখল রেলওয়ে। যা সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। গত আর্থিক বর্ষে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা রেলের বার্ষিক আয় হয়েছিল। সেখানে চলতি আর্থিক বর্ষে ১৬ কোটি টাকা আয় ছাড়িয়ে গিয়েছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই আয়ের ৯০% জয় রাইডের ওপরে নির্ভর করে হয়েছে। শনিবার দিন আমেরিকার দুটি গ্রুপ শিলিগুড়ি থেকে দুটি ট্রেন ভাড়া করে কার্শিয়াং পর্যন্ত গিয়েছে। ডি এইচ আর ওয়ার্ল্ড হেরিটেজ সোসাইটির সেক্রেটারি জেনারেল রাজ বসু বলেন, রেলের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্যই ডি এইচ আর এর আয় হয়েছে। যদি আগামী দিনে পাহাড়ের সঙ্গে সমতলেও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ট্রেন চালানো যায় তাহলে এর চাহিদা আরো বাড়বে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টার প্রিয়াংশু জানিয়েছেন, রেলের এবার যা আয় হয়েছে, তা সর্বকালের রেকর্ড। যখন থেকে ডি এইচ আর চালু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছি আমরা।

Mailing List