বাগডোগরা থেকে ধৃত মাদক পাচারের কিং পিন তামান্না, উদ্ধার ৬০ লক্ষ টাকার ব্রাউন সুগার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামান্নার বিরুদ্ধে একাধিক মাদক পাচারের অভিযোগ রয়েছে। ওই রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটে, এমনকী নেপাল, ভূটান, বাংলাদেশ-সহ অন্য দেশেও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।