দার্জিলিং চা বাগানে এখনও বাড়ি তৈরি হয়নি! ক্ষুব্ধ মুখ্যসচিবের কড়া নির্দেশ চা সুন্দরী প্রকল্প নিয়ে

দার্জিলিং চা বাগানে এখনও বাড়ি তৈরি হয়নি! ক্ষুব্ধ মুখ্যসচিবের কড়া নির্দেশ চা সুন্দরী প্রকল্প নিয়ে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চা সুন্দরী প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের চা শ্রমিকদের আবাসন নির্মাণের কাজে গতি আনতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে চা সুন্দরী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। সেখানে তিনি কোথায় কত সংখ্যক আবাসন নির্মাণ করার প্রয়োজনীয়তা আছে তা চাহিদা অনুযায়ী খতিয়ে দেখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত ১১৭১ টি বাড়ি তৈরি হয়েছে প্রতিবারের জন্য খরচ হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা। তবে দার্জিলিং এ চা বাগান এলাকায় প্রকল্পের আওতায় এখনো কোনও বাড়ি তৈরি না হয় মুখ্যসচিব ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
রাজ্য সরকার ২০২০ সালে চা শ্রমিকদের পাকা বাড়ি তৈরি করে দিতে চা সুন্দরী প্রকল্প চালু করেছিল। চা সুন্দরী প্রকল্পের আওতায় রাজ্য সরকার উত্তরবঙ্গের চা বাগানে ৩,০০০টি বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এছাড়াও এই প্রকল্পের অধীনে, চা শ্রমিকদের মধ্যে ভর্তুকি হারে রেশন বিতরণ করা হয়। প্রতিটি আবাসিক ইউনিটে দুটি ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে। এই একতলা ইউনিটগুলির আচ্ছাদিত এলাকা ৩৯৪ বর্গফুট এবং খরচ প্রায় ৫.৪৩ লক্ষ টাকা৷


