কমবে খুশকি, বন্ধ হবে মুঠো ভর্তি চুল ওঠাও! মুশকিল আসান

কমবে খুশকি, বন্ধ হবে মুঠো ভর্তি চুল ওঠাও! মুশকিল আসান
23 Mar 2023, 08:00 PM

কমবে খুশকি, বন্ধ হবে মুঠো ভর্তি চুল ওঠাও! মুশকিল আসান

আনফোল্ড বাংলা প্রতিবেদন: এখন যথেষ্ট জনপ্রিয় হয়েছে নানা ধরনের এসেনশিয়াল অয়েল। ত্বক ভালো রাখতেও যেমন এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে, একইভাবে চুলের যত্নেও এসেনশিয়াল অয়েলের গুণ অনেক।
টি-ট্রি অয়েল সেরকম চুলের হাল ফেরতে একাই একশো। ত্বকের জেল্লা ধরে রাখতেও এই এসেনশিয়াল অয়েলের জুড়ি মেলা ভার!

টি-ট্রি অয়েলের উপকারিতা কী কী?

রুক্ষ এবং শুষ্ক স্ক্যাল্পের সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে। এর মধ্য়ে এমন কিছু উপাদান আছে যা, খুশকির সমস্যা এবং চুল পড়া নিয়ন্ত্রণ করতে পারে।

টি-ট্রি অয়েলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। তাই সহজেই খুশতি সারিয়ে তোলে। স্ক্যাল্পের যে কোনও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারে।

চুলের সঠিক যত্ন না নিলে একসময় অতিরিক্ত চুল ওঠা শুরু হয়। তাই চুলের গোড়ায় সঠিক পুষ্টির জোগান দেওয়া প্রয়োজন। টি-ট্রি অয়েল সেই ঘাটতি মেটাতে সাহায্য করে।

চুলে কী ভাবে ব্যবহার করবেন টি ট্রি অয়েল?

এমন কোনও শ্যাম্পু বেছে নিতে পারেন, যার মধ্যে ৫ শতাংশ টি-ট্রি অয়েল আছে। অন্তত ৪ সপ্তাহ আপনি সেই শ্যাম্পু ব্যবহার করুন।

এছাড়াও, চুলে টি-ট্রি অয়েল মাসাজ করতে পারেন। তবে সরাসরি টি-ট্রি অয়েল চুলে লাগাবেন না। এতে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি থাকে। আমন্ড অয়েলের সঙ্গে টি-ট্রি অয়েল মিশিয়ে তা স্ক্যাল্পে মালিশ করুন।

১০ ফোঁটা আমন্ড অয়েলের মধ্যে ১ ফোঁটা টি-ট্রি অয়েল মেশাতে পারবেন। এই হিসেব করেই তেল মালিশ করা উচিত।

 

Mailing List