দলিত মহিলাকে গাড়ির মধ্যে ধর্ষণ, অভিযুক্ত সাব ইন্সপেক্টর পলাতক

দলিত মহিলাকে গাড়ির মধ্যে ধর্ষণ, অভিযুক্ত সাব ইন্সপেক্টর পলাতক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রক্ষকই যখন ভক্ষক! হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এখানকার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক দলিত মহিলা। যার জেরে ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। প্রয়াগরাজের হান্ডিয়া অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সুধীর কুমার জানিয়েছেন, নির্যাতিতা ঝাংহাই পুলিশ ফঁাড়ির ইনচার্জ সুধীর কুমার পাণ্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়েছে, মহিলাকে ২১ সেপ্টেম্বর সাব ইন্সপেক্টর ধর্ষণ করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে সারাই মামরেজ থানার এসআই সুধীর পাণ্ডের বিরুদ্ধে ভারতীয় বিচারধারার ৩৭৬ (ধর্ষণ), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) মামলা দায়ের করার পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতির আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত এসআই পাণ্ডেকে অবশ্য এখনও ধরা যায়নি। তিনি পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝাংহাই পুলিশ ফাঁড়িতে ওই মহিলা অভিযোগ জানাতে এসেছিলেন। তাঁকে কয়েকজন পুরুষ অকারণে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে, এই অভিযোগ করতে তিনি থানায় এসেছিলেন। তখন থানার দায়িত্বে ছিলেন পাণ্ডে। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই মহিলাকে ডেকে পাঠান তিনি। এরপর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করার অজুহাতে মহিলাটিকে একটি গাড়িতে করে নিয়ে যান। এবং তাঁকে ঠাণ্ডা পানীয় খেতে দেন। ওই পানীয়র মধ্যে নেশাজ দ্রব্য থাকায় মহিলাটি অজ্ঞান হয়ে যান। এরপর পাণ্ডে গাড়ির মধ্যেই মহিলকে ধর্ষণ করেন বলে অভিযোগ। পুলিশ কমিশনার রমিত শর্মা হান্ডিয়ার এসিপিকে এই ঘটনার তদন্তের ভার দিয়েছেন। তদন্ত শুরু হয়েছে।


