মাত্র দেড় হাজার টাকার জন্য দলিত তরুণীকে নগ্ন করে মারধর করা হলো বিহারে

মাত্র দেড় হাজার টাকার জন্য দলিত তরুণীকে নগ্ন করে মারধর করা হলো বিহারে
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ আবারও দলিত নাগরিকের উপর অমানবিক নির্যাতন। তবে এবার বিহারে। ১৫০০ টাকা ধার নিয়ে, তা শোধ করার পরেও চরম শারীরিক নির্যাতনের শিকার হলেন এক দলিত (Dalit)তরুণী। বিবস্ত্র করে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর দুই পরিচিতর বিরুদ্ধে। এমনকী জোর করে মূত্র পান করতেও বাধ্য করা হয় তাঁকে। এই ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত।
সূত্রে খবর,পাটনায় (Patna)শনিবার রাতে অভিযুক্ত প্রমোদ সিং ও তাঁর ছেলে অংশু দলিত তরুণীর বাড়িতে হামলা করেন। তাঁদের সঙ্গে আরও চারজন ছিলেন। অভিযুক্তরা জোর করে ওই মহিলাকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তারপর তাঁকে নগ্ন করে মারধর শুরু করেন। এমনকী মূত্র পান করতেও বাধ্য করান। এই পরিস্থিতি থেকে কোনও মতে পালিয়ে বাড়িতে চলে আসেন তরুণী।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী। অবস্থা বেশ সঙ্কটজনক। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


