অনুব্রত মন্ডলকে গ্রেফতার করায় দক্ষিণ দিনাজপুরে মিছিল বামফ্রন্টের
বামফ্রন্টের দাবি, আজকে গরু চোর অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরো অনেক গরু, কয়লা, বালি, সোনা, এবং SSC ও TET এর চাকরি চোরদের গ্রেপ্তার করতে হবে। সমস্ত ঘুষ এর টাকা উদ্ধারে করার দাবিও তোলা হয় বামফ্রন্টের এই মিছিল থেকে।