এই স্থানে গাছ কাটা, মানুষ হত্যা করার সমান

এই স্থানে গাছ কাটা, মানুষ হত্যা করার সমান
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ যবে থেকে বিশ্ব সভ্যতার সৃষ্টি হয়েছে। গাছ মানুষকে বাঁচিয়ে রেখেছে। তবে মানুষ যত আধুনিক হয়েছে, ততই বেড়ে চলেছে বৃক্ষ নিধনের পালা। মানুষ গাছ কেটে গড়ে তুলছে বসতবাড়ি।
তবে এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে গাছ(tree) কাটলেই জরিমানা করা হয়। আর এখানে গাছ কাটলেই তা ‘মানুষ হত্যার’ সমান। যে গাছ কাটে, তাঁকে জরিমানার সঙ্গে গ্রাম ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। সোমালিয়ার কামকাম(somalia) সেরকমই একটি গ্রাম।
গাছ কাটার অভিযোগে ক্যান্টার নামে এক যুবককে জরিমানা করেন সেখানকার প্রবীণরা। ক্যান্টার সোশ্যাল মিডিয়ায় জানান, ‘আমি অবাক হয়েছি, আমি ভেবেছিলাম আমাকে অন্য কারণে জরিমানা করা হয়েছে। কিন্তু তারা আমাকে স্থানীয় নিয়ম ব্যাখ্যা করেছেন’।
স্থানীয় প্রবীণরা তাকে এক হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেন এবং কয়েক ঘণ্টার মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেন তারা। গ্রামের নেতা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্তা আলী ফারাহ ইসমাইল বলেন, ‘সোমালিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছে অনেকদিন থেকে। আমাদের এখানে সবাই পরিবেশ রক্ষা করতে সম্মত হয়েছি।’


