ওসি, আইসিদের মাথা ফাটিয়ে থানায় আগুন লাগিয়ে দিন, হুমকি বিজেপি বিধায়কের

ওসি, আইসিদের মাথা ফাটিয়ে থানায় আগুন লাগিয়ে দিন, হুমকি বিজেপি বিধায়কের
31 Dec 2022, 09:24 PM

ওসি, আইসিদের মাথা ফাটিয়ে থানায় আগুন লাগিয়ে দিন, হুমকি বিজেপি বিধায়কের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরম গরম ভাষণ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বাংলার বিজেপির  নেতাদের মধ্যে উত্তেজক ভাষণ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রবণতা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের নেতা নেত্রীরা। এদিন সেটাই দেখা গেল অশোকনগর থানার কাছে বিজেপির এক বিক্ষোভ সমাবেশে। সেখানে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার একেবারে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলেন। পাশাপাশি তার সঙ্গে থানার ওসি আর আইসিদের মাথা ফাটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন।

প্রসঙ্গত, দিন কয়েক আগে আবাস যোজনাকে কেন্দ্র করে বিক্ষোভ হয় অশোকনগরের পঞ্চায়েত অফিসে। সেখানে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল। উপস্থিত ছিলেন বিজেপির হাবরা ২ ব্লকের নেতা দিলীপ বৈদ্য। মোবাইলে তিনি ছবি তুলছিলেন। আর সেটা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ঝগড়া হয়। তখন তাকে মারধরের অভিযোগ ওঠে। এবার তার প্রতিবাদেই অশোকনগরের থানার কাছে বিজেপি বিক্ষোভ সমাবেশ করে। আর সেখানেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, নিচুতলার পুলিশ অফিসারগুলো কোনো কাজ করেন না।

কর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্য, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। যে কাজ করেছে তাকে অ্যারেস্ট করতেই হবে। নইলে থানায় আগুন লাগিয়ে দিন। ওসি এবং আইসিদের মাথা ফাটিয়ে দিন। আর উনি যখন এরকম গরম ভাষণ দিচ্ছিলেন তখন সভা মঞ্চের সামনে উপস্থিত কর্মীরা হাততালিতে ফেটে পড়েন। একজন বিধায়কের এই ধরনের কথার পরিপ্রেক্ষিতে বিতর্ক তৈরি হয়। তার স্বপক্ষে এদিন বিধায়ক স্বপন মজুমদার বলেন, ২০১৯ সালের পর থেকে ২০০-র বেশি কার্যকর্তার দেহ শ্মশানে নিয়ে যেতে হয়েছে। সব এই নপুংসক পুলিশের জন্য। আমরা কি তাদের পুজো করবো? ডিউটি না করলে আমরা অস্ত্র তুলে ধরবো। সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে আর রাস্তা থাকে না। আমরা শান্তি চাই। গণতন্ত্র চাই। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে কিভাবে গণতন্ত্রের হত্যা হয়েছে সেটা আমরা দেখেছি। আর এই দলদাস পুলিশ তাদের মদত দিয়েছে। আমাদের একজনকে মেরেছে পুলিশ কেন কোনো পদক্ষেপ করেনি? বিজেপির বিধায়কের এই হুমকির সুরে বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

Mailing List