দূষণ রোধে এবার খড়কে পরিবেশবান্ধব হাইব্রিড কাঠে পরিণত করলেন CSIR-AMPRI-এর গবেষকরা

দূষণ রোধে এবার খড়কে পরিবেশবান্ধব হাইব্রিড কাঠে পরিণত করলেন CSIR-AMPRI-এর গবেষকরা
28 Jan 2023, 03:52 PM

দূষণ রোধে এবার খড়কে পরিবেশবান্ধব হাইব্রিড কাঠে পরিণত করলেন CSIR-AMPRI-এর গবেষকরা

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দিল্লি ও উত্তর ভারতের অতিরিক্ত দূষণের অন্যতম কারণ ফসল তোলার পর খড় পোড়ানো। প্রতি বছরই শীতের শুরু থেকে দিল্লি ও উত্তর ভারতের এক বিস্তীর্ণ অংশ ঢেকে যায় ধোঁয়ায়। নিষেধাজ্ঞা জারি করার পরও, এই প্রবণতা বন্ধ করা যায়নি। প্রতি বছরই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার বড় অংশের চাষীরা খড় পোড়ান, আর দূষণের মাত্রা বাড়ে।

তবে, এবার এই সমস্যা সমাধানের এক দুর্দান্ত পথ দেখালেন ভোপালের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিআইএসআর-এর অ্যাডভান্সড মেটিরিয়ালস অ্যান্ড প্রসেস রিসার্চ ইনস্টিটিউটের (CSIR-AMPRI) গবেষকরা। খড়কে পরিবেশবান্ধব হাইব্রিড কাঠে পরিণত করার উপায় বের করেছেন তারা।

তাঁরা কাঁচামাল হিসাবে খড় এবং অন্যান্য কৃষি-শিল্পের বর্জ্য পদার্থ ব্যবহার করে হাইব্রিড প্লাই এবং কম্পোজিট কাঠ তৈরির এক অভিনব প্রযুক্তি তৈরি করেছেন। এই কাঠ প্রচলিত পার্টিকল কাঠ এবং প্লাইউডের তুলনায় ২০ শতাংশ শক্তিশালী। আর দাম পড়বে ৩০ শতাংশ কম। এই কাঠ দিয়ে দরজা, পার্টিশন প্যানেল, ছাদ এবং তাপ নিরোধক উপকরণ তৈরি করা যাবে।

সিএসআইআর-এএমপিআরআই-এর প্রধান বিজ্ঞানী অশোকন পাপ্পু বলেছেন, "এর জন্য আমাদের শুধু পলিমার এবং খড় দরকার। এই উচ্চ মানের প্রযুক্তি বাণিজ্যিকীকরণের জন্য একেবারে তৈরি। পলিমারিক সিস্টেমে ৬০ শতাংশ খড় ব্যবহার করে এই কম্পোজিট কাঠ তৈরি করা হয়। এটা কৃষকদের জন্য বাড়তি আয়ের দুর্দান্ত সম্ভাবনা তৈরি করেছে। পার্টিকেল বোর্ড এবং প্লাই বোর্ডের তুলনায় এগুলি অনেক ভালো মানের। আমরা এই প্রযুক্তির পেটেন্ট পাওয়ার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আবেদন করেছি।"

ভোপালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে এই অভিনব প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এই কাঠ বাজারে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে কাঠ তৈরির জন্য ছত্তীসগড়ের এক কারখানাকে লাইসেন্স দেওয়া হয়েছে। আরও অনেক কারখানা এই প্রযুক্তি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উত্তর ভারতের কৃষকদের খড় পোড়ানোর দীর্ঘদিনের সমস্যার সমাধান দিতে পারে।

Mailing List