ক্রিকেট কপাল খুলে গেল বিরাট খুলে কোহলির, কাদের বিরুদ্ধে ম্যাচ? টুর্নামেন্টের প্রথম ৯টা ম্যাচে টানা হারের পর, শেষ পাঁচটার মধ্যে মুম্বই জিতল ৪টে-তে। 22 May, 2022 বৃষ্টিতে লন্ডভন্ড ইডেন, নামতে গিয়ে বিপাকে ঋদ্ধি-শামিরা শুধু তাই নয়, প্রথম ম্যাচে যে দুই দল খেলার কথা, তার মধ্যে একটি দল এখনও শহরে নামতেই পারেনি। 21 May, 2022 আগামী বছরও কী আইপিএলের ময়দানে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? নিজেই জানালেন সে কথা এদিকে কলকাতা এল লখনউ দল। এদিন বিমানবন্দরে পুরো লখনউ সুপারজায়ান্টস টিম পৌঁছতেই টিম বাসে করে তাঁদের স্থানীয় পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। টিম বাসে গম্ভীর, রাহুলদের দেখা গিয়েছে। 20 May, 2022 নতুন ইনিংস! হঠাৎ কেন বেহালার পৈতৃক বাড়ি ছাড়তে চলেছেন সৌরভ গাঙ্গুলী? কিন্তু কবে আসছেন নতুন ঠিকানায়? তা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে তা যে আর বেশি দূরে নয়, তা পরিষ্কার। 20 May, 2022 রান পেয়ে প্রমাণ করলেন কোহলি, আরসিবি আজ মুম্বই সমর্থক বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ভালভাবে জেতার পরও কোহলিদের প্লে-অফে ওঠাটা এখনও পুরোপুরি রোহিতদেরই হাতে। 20 May, 2022 প্লে অফে পৌঁছেও অস্বস্তিতে গুজরাট, কী বলছেন হার্দিক ম্যাচের শেষে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়ে দিলেন ঋদ্ধিমানের হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। 20 May, 2022 নাইটদের ফিজিও এবার বিরাট রোহিতদের দায়িত্বে আইপিএল থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে কেকেআর। দলের সঙ্গে আর যুক্ত থাকার কোনও ব্যাপার নেই। 19 May, 2022 জমকালো সমাপ্তি অনুষ্ঠান, বদলে গেল আইপিএল ফাইনালের সময় বিসিসিআই সূত্রে খবর, ৬ টা ৩০ মিনিটে শুরু হবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান। 19 May, 2022 হৃদয় জিতলেন রিঙ্কু, কোচের ভূয়সী প্রসংশা পেলেন ট্র্যাজিক নায়ক বুধবার, রিংকু ১৫ বলে ৪০ রান করেছিলেন। কিন্তু তার সাহসী প্রচেষ্টা সত্ত্বেও, কেকেআর লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর বিরুদ্ধে২ রানে হেরে যায়। 19 May, 2022 নাইটদের ব্যর্থতার ময়নাতদন্ত, উঠে আসছে এই কারণগুলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচে ওপেনি জুটিত ৬০ রানের পার্টনারশিপ করেছিলেন অজিঙ্কে রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। 19 May, 2022 বড় ব্যবধানে জিততেই হবে নাইটদের, জানুন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে এই দলের দরকার মাত্র ১টি জয়। 18 May, 2022 মুম্বইকে হারাল হায়দরাবাদ, জমে গেল প্লে অফের লড়াই তিলক বর্মাতে মজেছেন গাভাস্কার। ভারতের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাসকর ভবিষ্যদ্বাণী করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান তিলক বর্মা ভারতের হয়ে সব ফর্ম্যাটে খেলার যোগ্যতা রাখেন। 17 May, 2022 পৃথ্বী কী আইপিএলে খেলতে পারবেন, কি বললেন দিল্লি অধিনায়ক তার পরে দলের সহকারী কোচ শেন ওয়াটসন জানান, পৃথ্বীর জ্বর সম্পূর্ণ কমেনি। 17 May, 2022 বাংলার হয়ে খেলবেন? ধোঁয়াশা বাড়ালেন ঋদ্ধিমান এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঋদ্ধিমান নিজে বলছেন, এ ব্যাপারে যা বলার সিএবি বলবে। 17 May, 2022 ভারতের বিরুদ্ধে প্রোটিয়া দলে ফিরলেন কারা? ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই প্রথম দলে ডাক পেলেন ট্রিস্টান স্টাবস। চোট সারিয়ে স্পিডস্টার অ্যানরিক নোকিয়া ফিরলেন দ 17 May, 2022 উমরানের পারফরম্যান্স থেকে বিরাট রোহিতের অফ ফর্ম নিয়ে কি বললেন সৌরভ চলতি আইপিএলে যতই ফর্মে না থাকুন বিরাট-রোহিত, তিনি তাঁদের নিয়ে চিন্তিত নন। 16 May, 2022 টি ২০ চ্যালেঞ্জ কেন নিলেন না মিতালি-ঝুলন? আগামী ২৩-২৮ মে পুণের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টি-২০ টুর্নামেন্ট। 16 May, 2022 সচিনের রেকর্ড ভাঙলেন, ঋদ্ধিকে নিয়ে কি বলছেন বিশ্বকাপ জয়ী কোচ কার্স্টেন যোগ করেন, 'খেলার পরিস্থিতিটা খুব ভাল বুঝতে পারে এবং পাওয়ার প্লে-র সময়টা কাজে লাগাতে পারে 16 May, 2022 জবাব দিলেন ঋদ্ধিমান, নির্বাচকরা কী দেখছেন! ব্যাট হাতে অর্ধশতরান করেছেন ঋদ্ধি। যেখানে অন্য ক্রিকেটাররা বিশেষ রান করতে পারেননি সেখানে সাবলীল ব্যাট করেছেন দলের উইকেটরক্ষক। 15 May, 2022 সিইও ইস্যুতে আবার কি মন্তব্য করলেন শ্রেয়স? রাসেল শনিবার ত্রাতা না হলে, প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যেত কলকাতার। 15 May, 2022 গাড়ি দুর্ঘটনায় জীবনের ২২ গজকে চির বিদায় সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দু'বার বিশ্বকাপও জিতেছিলেন তিনি। 15 May, 2022 প্লে-অফের লড়াইয়ে ভেসে থাকল কেকেআর রান তাড়া করতে নেমে শুরুটা মোটের ওপর ভালোই করেছিল হায়দরাবাদ। 14 May, 2022 আজ টিকে থাকার শেষ সুযোগ নাইটদের সামনে কামিন্স না থাকায় কী ভাবে পরিস্থিতি সামাল দিতে পারে কেকেআর? 14 May, 2022 বিরাট ব্যর্থতার মধ্যেও জয়ের নজির কোহলির! এ বারের আইপিএলে ১৩টি ম্যাচ খেলে বিরাটের সংগ্রহ ২৩৬ রান। গড় ১৯.৬৭। 14 May, 2022 আইপিএলে কি আর খেলতে পারবেন পৃথ্বী? কি বলছে দিল্লি শিবির ওয়াটসন বলেন, পৃথ্বীর ঠিক কী ধরনের অসুস্থতা রয়েছে তা জানা নেই আমার। কিন্তু গত দু'সপ্তাহ ধরেই পৃথ্বী জ্বরে আক্রান্ত। 13 May, 2022 নাইট শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার বৃহস্পতিবারই (১২ মে) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ম্যাকালামকে তাদের পরবর্তী টেস্ট দলের কোচ হিসাবে নিযুক্ত করার কথা ঘোষণা করে।গত ফেব্রুয়ারিতে অ্যাশেজে ৪-০ ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। 13 May, 2022 প্লে অফ থেকে ছিটকে গিয়ে ধোনির পরের লক্ষ্য কী? তবে দল থেকে ছিটকে গেলেও তাঁর গুরুত্ব কিন্তু অপরিসীম। চেন্নাই দলে আজও জাদেজার কোনও বিকল্প নেই। 13 May, 2022 ইডেন পরিদর্শনে সৌরভ, প্লে অফের টিকিটের দাম কত? ঘুরে দেখে গেলেন সৌরভ 12 May, 2022 সিএসকেতে বড় ধাক্কা, নিজের অফ ফর্ম নিয়ে কী বললেন কোহলি সিএসকে শিবির জাদেজার চোট শেষ কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখেছে। 11 May, 2022 বিজেপিতে যোগ দিচ্ছেন, কী বললেন দ্রাবিড় বিজেপি যুব মোর্চার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক 10 May, 2022 সিইও ভেঙ্কি মাইসোরের বিরুদ্ধে বিস্ফোরক শ্রেয়স, কি বললেন নাইট নেতা ম্যাচের নায়ক ভেঙ্কটেশ আইয়ার বলেন, 'আমি কয়েকটি খেলায় বাদ পড়েছিলাম। 10 May, 2022 বিশ্বকাপের প্রস্তুতি নিতে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত এর পরেই ইংল্যান্ডে যাবে ভারত। গত বছর কোভিড সংক্রমণের জন্য পঞ্চম টেস্ট ম্যাচ খেলা হয়নি ভারত ও ইংল্যান্ডের মধ্যে 10 May, 2022 ভূতে ভয় পান সৌরভ গাঙ্গুলী? নিজেই ফাঁস করলেন গোপন কথা আরও একটি গোপন তথ্য ফাঁস হয়েছে। তা হল, ভূতের ভয়ের কারণে তিনি দেশ বা বিদেশের নামী হোটেলের সুইটে থাকতে পারেন না। 10 May, 2022 মুম্বইয়ের বিরুদ্ধে জিতে প্লে অফে টিকে থাকল কেকেআর রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই থেমে যায় রোহিতের দল। 10 May, 2022 চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার বি শাস্ত্রী আগেই জানিয়েছিলেন, একটা ব্রেক দরকার ভারতের প্রাক্তন অধিনায়কের। এবার তাঁর কথায় সায় দিলেন মাইকেল ভন। 09 May, 2022 টিকে থাকার লড়াইয়ে আজ নাইটদের দলে কি কি পরিবর্তন হচ্ছে? গত ম্যাচে ওপেনিং জুটি অপরিবর্তিত রেখেছিল কেকেআর। কিন্তু সাফল্য আসেনি। 09 May, 2022 বিরাট ব্যর্থতার মধ্যেও জয় পেয়ে প্লে অফের পথে আরসিবি ফিফটি মারেন ফাফ ডু প্লেসিস। রজত পতিদার ৪৮ রান করে আউট হন। 08 May, 2022 হাসপাতালে ভর্তি পৃথ্বি, আবারও উদ্বেগ দিল্লি দলে দিল্লি ক্যাপিটালসের একজন নেট বোলার কোভিড পজিটিভ হওয়ায় ফের আতঙ্ক দেখা দিয়েছে। 08 May, 2022 নাইটদের আশা শেষ? কী বললেন কেকেআর অধিনায়ক এগারো ম্যাচে আট পয়েন্ট কলকাতার 08 May, 2022 পঞ্জাবকে হারিয়ে প্লে অফের পথে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করল পঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন জনি বেয়ারস্টো 07 May, 2022 স্ট্রাইক-রেট তৃতীয় সর্বোচ্চ, জবাব দিচ্ছেন ঋদ্ধিমান আর ম্যাচের পরে লোয়ার অর্ডারকে কার্যত দোষারোপ করে হার্দিক জানিয়ে দিলেন, শেষ ওভারে ৯ রান অবশ্যই করা উচিত ছিল 07 May, 2022 আরও একটা কঠিন ম্যাচ আজ কেকেআরের আজকের ম্যাচের উইকেট শুরুর দিকে ব্যাটিং সহায়ক থাকলেও ম্যাচ যত গড়ায় তত স্পিনারদের সহায়ক হয়ে ওঠে। 07 May, 2022 Page 1 of 45Prev1234Next