কারচুপির তালিকায় নাম রয়েছে, চাকরি বাতিলের তালিকায় নাম নেই সিপিএম নেতার ছেলের

কারচুপির তালিকায় নাম রয়েছে, চাকরি বাতিলের তালিকায় নাম নেই সিপিএম নেতার ছেলের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নাম রয়েছে ওএমআর শিট জালিয়াতির তালিকায়। অথচ গ্রুপ সির চাকরি বাতিলের ৮৪২ জনের তালিকায় তার নাম নেই। তিনি আর কেউ নন, হিঙ্গলগঞ্জের সিপিএম নেতা রঞ্জিত সরকারের ছেলে কৃষ্ণপদ সরকার। ওএমআর শিট জালিয়াতিতে ৩১১৭ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। আর তার মধ্যে কলকাতা হাইকোর্ট গ্রুপ সির ৮৪২ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয়। এবার হাইকোর্টের সেই নির্দেশ মতো ৮৪২ জনের তালিকা প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানেই দেখা যায়, চাকরি বাতিলের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কৃষ্ণপদ সরকারের নাম নেই। অথচ ওএমআর শিট কারচুপি সংক্রান্ত তালিকায় হিঙ্গলগঞ্জের সিপিএম নেতা রঞ্জিত সরকারের ছেলে কৃষ্ণপদর নাম রয়েছে। তবে পরে তার চাকরি বাতিল হবে কিনা সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। রবিবার ১২ মার্চ ২০২৩ দুপুর পর্যন্ত এই সিপিএম নেতার ছেলের চাকরি চলে গিয়েছে বলে পর্ষদের তালিকায় কোনো কিছু দেখা যায়নি।
এবার এদিকে সিপিএম নেতার ছেলের চাকরি চলে গিয়েছে বলে এলাকা জুড়ে খবর রটে গিয়েছে। তার কারণ, নিয়োগ দুর্নীতির তালিকায় শাসক দল তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রীর আত্মীয়দের নাম একে একে প্রকাশ্যে আসছে। আর স্বাভাবিকভাবে হাইকোর্টের নির্দেশে তাদের চাকরিও বাতিল হচ্ছে। আর এর ফলেই সিপিএমও রাজনৈতিকভাবে ময়দানে নেমে পড়েছে। আর ঘটনাচক্রে হিঙ্গলগঞ্জের এই চারবারের সিপিএম নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকারের ছেলে কৃষ্ণপদর চাকরি যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই শাসক তৃণমূলের মধ্যে উচ্ছাস শুরু হয়ে যায়। এই বিষয়ে কৃষ্ণপদ বলেন, উপযুক্ত নম্বর এবং নথিপত্র দিয়ে চাকরি পেয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হোক। তবে এখনো পর্যন্ত তার চাকরি বাতিলের বিষয়ে কিছু জানা যায়নি।


