বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াচ্ছেন সিপিএম নেতারা! ঘুড়িতে কোন বার্তা দিল এসএফআই

বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াচ্ছেন সিপিএম নেতারা! ঘুড়িতে কোন বার্তা দিল এসএফআই
17 Sep 2022, 03:45 PM

বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াচ্ছেন সিপিএম নেতারা! ঘুড়িতে কোন বার্তা দিল এসএফআই

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বারাসাতঃ আরটিআই করে জানা গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদিন ২৫ হাজার টাকার খাবার খান। তার জন্য তাইওয়ান থেকে এক ধরনের বিশেষ মাসরুম আসে, যা তিনি তিনবেলা খান। তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ২০০ মিলিলিটারের পানীয় জলের বোতল ব্যবহার করেন তার প্রতিটির দাম ৮৫০ টাকা! তিনি যে মাফলারটি ব্যবহার করেন তার দাম ৬০ হাজার টাকা, স্কার্ফটির দাম ৮৫ হাজার টাকা। আর দেশের অধিকাংশ মানুষ ৮৫ টাকার জামা পড়েন। সেটি ছিঁড়ে গেলে সেলাই করে পরেন। প্রধানমন্ত্রীর জন্মদিন দিনে এভাবেই তার ও তার অন্যতম ঘনিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এদিন বারাসাতে এসএফআই এর ঘুড়ি প্রতিযোগিতা উৎসবে এসে এমনই মন্তব্য করেন তিনি।

 

এসএফআই এর পক্ষ থেকে একাধিক দাবি দাবার স্লোগান ঘুড়িতে লিখে সেই ঘুড়ি দিয়ে প্রতিযোগিতা করে এক অন্য বার্তা দিল বাম ছাত্র সংগঠনের কর্মীরা। বিশ্বকর্মা পুজোর দিনটিকে এভাবেই রাজনৈতিক কর্মকান্ডে দিনে পরিনত করলো এসএফআই। শনিবার উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতের কামাখ্যা মন্দিরে সংলগ্ন অভিযান সংঘের মাঠে এই ঘুড়ি উৎসব করে এসএফআই এর  বারাসত কমিটির।

এদিনের অনুষ্ঠানে স্লোগান ছিল ঘুড়ি আমাদের, লাটাই আপনার। এই স্লোগান কে সামনে রেখে আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় বাম ছাত্র যুব সংগঠনের ডাকে ইনসাফ সভা কর্মসূচি আছে। আনিস হত্যা, শিক্ষা বাঁচাও,  শিক্ষার বেসরকারিকরণ রোধ সহ রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী নিতীর  ইনসাফের দাবি-দাওয়া নিয়ে লেখা সম্বলিত ঘুড়ির এই প্রতিযোগিতা। বাম ছাত্র সংগঠনের দাবি সংগ্রামী হাতের স্পর্শে ছিড়ে ফেলো সাম্প্রদায়িক মাঞ্জা। ঘুড়ি আমাদের লাটাই আপনার, এমন কিছু স্লোগান তুলে এইদিন ঘুড়ি উৎসব পালন করলো এস এফ আই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এই কর্মসূচির মধ্য দিয়ে স্লোগানে স্লোগানে মানুষের কাছে পৌছানো। দুই সরকারে নীতির বিরুদ্ধে তাদের এই আন্দোলন, যা আগামী ২০শে সেপ্টেম্বর কলকাতা রাজপথে নামবে বাম ছাত্র যুবরা।

Mailing List