দেশ ৩১ মে কার্যত স্তব্ধ হতে চলেছে গোটা দেশ, বন্ধ হতে পারে রেল পরিষেবা? নাইট ডিউটির ভাতা চালু ও কর্মীদের সুরক্ষা তাঁদের অন্যতম প্রধান দাবি। 22 May, 2022 ইউ টার্ন রাহুলের, লন্ডনে বসে দিলেন বিরোধী ঐক্যের বার্তা রাহুলের বিরুদ্ধে একে একে সরব হন বিরোধী নেতারা। হাওয়া বুঝে তাই লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন। 22 May, 2022 উজ্জ্বলা গ্যাসের দাম কমলো সিলিন্ডার প্রতি ২০০ টাকা উল্লেখ্য, এদিনই পেট্রল ও ডিজেলের দাম কমানোরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। 21 May, 2022 দাম কমলো পেট্রল-ডিজেলের, খুশির খবর নিজেই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর ফলে বছরে ১ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় কোষাগার থেকে দিতে হবে সরকারকে। 21 May, 2022 জ্ঞানব্যাপী বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, গ্রেফতার অধ্যাপক এর আগে গত মঙ্গলবার অধ্যাপক রতন লালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দিল্লির এক আইনজীবী। 21 May, 2022 চমক দিয়ে এবার বিজেপির প্রশংসায় কমলনাথ কমল নাথ আরও বলেন, কংগ্রেসের সংগঠনও দলের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। 21 May, 2022 পঁচিশ বছরের লক্ষ্যমাত্রা স্থির করুন, কর্মীদের বার্তা মোদীর তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর পালন করছে দেশ। আজ আমাদের আগামী পঁচিশ বছরের পরিকল্পনা করতে হবে। আপনারাও মানুষের সেবার জন্য পঁচিশ বছরের পরিকল্পনা করুন। 21 May, 2022 জ্ঞানবাপী মসজিদ মামলা বারাণসীর জেলা আদালতেই পাঠাল সুপ্রিম কোর্ট জ্ঞানবাপী মামলাটি ছিল বারাণসী দায়রা আদালতে। শুক্রবার সেটি জেলা আদালতে স্থানান্তরিত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। 21 May, 2022 অসমের বন্যা কবলিত এলাকায় ত্রান কাজ ভারত সেবাশ্রমের অসম ছাড়াও আশপাশের রাজ্যগুলি থেকে ও কলকাতা থেকেও সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা অসমে পৌঁছে ত্রান কার্যে অংশ নিয়েছেন। 20 May, 2022 সময় দিতে নারাজ সুপ্রিম কোর্ট, পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ সিধুর বৃহস্পতিবার এই মামলায় তাঁকে এক বছরের হাজতবাসের সাজা শুনিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। 20 May, 2022 হিমাচল প্রদেশ-গুজরাতেও কংগ্রেসের শোচনীয় হার দেখতে পাচ্ছেন পিকে! কয়েক সপ্তাহ আগে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন প্রশান্ত কিশোর। কংগ্রেসের হাল ফেরাতে একগুচ্ছ পরামর্শ দেন। 20 May, 2022 জলের তোড়ে নিমেষে ভেঙে পড়লো সেতু, উল্টে গেল ট্রেন, ভয়াবহ বন্যা পরিস্থিতি আসামে, বিমানে চলছে উদ্ধারকাজ ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সামরিক বাহিনী। 20 May, 2022 ৩০ বছরের পুরনো মামলায় সিধুর ১ বছরের জেল ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পঞ্জাবের রাস্তায় গুরনাম সিং নামের এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে সিধুর। 19 May, 2022 জয় হল অর্জুন সিং এর, জুটের দাম নির্ধারণ থেকে পিছু হঠলো কেন্দ্র তবে এই জয় যে আসবেই তা আগেই বুঝেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। 19 May, 2022 ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কোথায় শেষ, প্রশ্ন আমজনতার রান্নার গ্যাসের দামে এই নজিরবিহীন উর্ধ্বগতি নাজেহাল করে ছাড়ছে সাধারণ মানুষকে। 19 May, 2022 গুজরাতে লবণ কারখানার দেওয়াল ধসে মৃত্যু ১২ জন শ্রমিকের দুর্ঘটনার পরপরই টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 18 May, 2022 শিনা বরা হত্যা মামলায় জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় বুধবার এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। 18 May, 2022 নিশানায় রাহুল গান্ধি, গুজরাতে নির্বাচনের মুখে কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল টুইটারে তিনি জানিয়েছেন, কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং এমনকী দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করছি। 18 May, 2022 বিশ্ববাজারে রেকর্ড ভাঙলো গমের দাম এই পরিস্থিতিতে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে চিন। বেজিং সাফ জানিয়েছে, চলতি খাদ্যসঙ্কটের জন্য ভারতকে কখনওই দোষ দেওয়া যায় না। 17 May, 2022 চালুই হল না ৫জি, এবার ৬জি-র ঘোষণা করে দিলেন মোদি তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যেই গোটা দেশে ৬জি পরিষেবা শুরু করে দেওয়া যাবে। 17 May, 2022 কার্তি চিদম্বরমের একাধিক বাড়ি অফিসে সিবিআই হানা তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশ থেকে চিদম্বরম-পুত্র বেআইনি ভাবে আর্থিক সুবিধা পেয়েছেন। 17 May, 2022 বাড়ছে কয়লার আমদানি খরচ, দেশজুড়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধির সম্ভাবনা আইসিআরএ-র সমীক্ষা অনুযায়ী, চলতি অর্থবর্ষে কয়লার আমদানি খরচ ৫ শতাংশ বাড়তে পারে। 17 May, 2022 ভয়ঙ্কর তথ্য, অনলাইনে জঙ্গি প্রশিক্ষণ! তাজ্জব পুলিশ পাশাপাশি অসমের কোকড়াঝাড়কে কেন্দ্র করে নতুন ভাবে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে জঙ্গিরা। 16 May, 2022 গম রফতানি বন্ধ, ভারতের পাশে দাঁড়াল চিন তবে এই ইস্যুতে সবাইকে চমকে দিয়েছে চিন। জি-৭ এর বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেজিং। 16 May, 2022 যোগীর উত্তরপ্রদেশে হবে মমতার বঙ্গভবন! চিহ্নিত করা হল কোচবিহারের রাজাদের জমি দীর্ঘদিন ওই সব মন্দিরের রক্ষণাবেক্ষণ হচ্ছে না। ইতিমধ্যেই ভোগঘর ভেঙে পড়েছে। প্রাসাদের একটা অংশ ভগ্নপ্রায়। 16 May, 2022 কেন পালন করা হয় আন্তর্জাতিক পরিবার দিবস? প্রতি বছর ১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন হয় 16 May, 2022 নতুন সিলিন্ডার বুকিং বন্ধ করেছেন উজ্জ্বলা যোজনার ৯০ লক্ষ গ্রাহক! এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। 15 May, 2022 ২০২৪ লোকসভায় নাও লড়তে পারেন সোনিয়া তবে চিন্তন বৈঠকের এই প্রস্তাবে পরিষ্কার করেই বলা আছে, একটি পরিবার থেকে একজনকেই এবার দল টিকিট দেবে। 15 May, 2022 মোদির হিংসার রাজনীতিকে তোপ দাগলেন সনিয়া শুক্রবার থেকে শুরু হওয়া কংগ্রেসের বহু আলোচিত এই চিন্তনশিবির শেষ হবে রবিবার।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কংগ্রেসের সাংগঠনিক সঙ্কট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা৷ 14 May, 2022 মানিক সরকার নয়, বিপ্লবের বিপ্লব শেষে দন্ত চিকিৎসক ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মানিকের উত্থান চমকে দেওয়ার মতোই রাজনীতির পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও যুক্ত মানিকবাবু। তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতির দায়িত্ব পালন করছেন। 14 May, 2022 অতিমারীর পর স্কুলে ফেরেনি ওড়িশার ৩০ শতাংশ পড়ুয়া সমীক্ষার পরিসংখ্যান বলছে, মালকানগিরি, বৌধ, গজপতি, সম্বলপুর ও নওয়াপাড়ার মতো জেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপস্থিতির হার রাজ্যের গড়েরও কম। 14 May, 2022 রাজনীতির জগতে পা! রাজ্য সভায় যাচ্ছেন গৌতম আদানি, উদ্যোগ অমিত শাহের সুত্রের দাবি, গৌতম আদানিও প্রস্তাবে রাজি। তবে এখনও এই নিয়ে কোনও তরফেই কোনও ঘোষণা না হওয়ায় জল্পনা বাড়ছে। 14 May, 2022 নজরে মূল্যবৃদ্ধি, গম রফতানি নিষিদ্ধ করল মোদি সরকার, চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না তো? বৈদেশিক বাণিজ্য বিভাগের তরফে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জেরে চিনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম রফতানিকারক দেশ ভারতের উপরই নির্ভর হয়ে পড়েছে একাধিক দেশ। 14 May, 2022 ৩০ বছরে ৬০ ছাত্রীর শ্লীলতাহানি, কেরালায় গ্রেফতার অভিযুক্ত শিক্ষক এরপর সোশ্যাল মিডিয়ায় বহু ছাত্রী একই অভিযোগে করতে শুরু করেন। 14 May, 2022 ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বিপ্লব দেব , ওই পদ বসছেন মানিক সাহা উল্লেখ্য মানিক সাহা এখন রাজ্যসভার সাংসদ। মার্চ মাসেই সাংসদ হন তিনি 14 May, 2022 ONGC চাকরির খবর- ইঞ্জিনিয়ার থেকে ড্রাইভার, ৯২২ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওএনজিসি কোথায় কোন পদে ক’জন কর্মী নেওয়া হবে, কী যোগ্যতা, মাইনে কত, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, তা বিশদে জানার জন্য লিঙ্ক দেওয়া হল। 14 May, 2022 ধর্মে আঘাতের অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ, সমন জারি আদালতের তিনি বলেন যে যাঁরা রামের নাম নিয়ে রাজনীতি করছেন, তাঁদের জন্য সীতার পরিণতির প্রশ্নটাই তুলে ধরেছিলেন তিনি। 14 May, 2022 টপ ১০০ গ্লোবাল টেক চেঞ্জমেকারদের মধ্যে জায়গা করে নিলেন কু-এর সহ-প্রতিষ্ঠাতা অপ্রমেয়া রাধাকৃষ্ণ কু তৈরি করা হয়েছিল ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষমতায়ন করার জন্য। ভারত এমন একটি দেশ যেখানে মাত্র ১০ শতাংশ মানুষ ইংরেজিতে কথা বলেন 14 May, 2022 দিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে মৃত অন্তত ২৭ জন, আহতের সংখ্যা ৪০ এর বেশি ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। 14 May, 2022 চাঁদের মাটিতে জন্মালো চারগাছ! অভানীয় হলেও সত্য তাঁদের ধারণা হয়েছিল, আর যাই হোক চাঁদের মাটিতে প্রাণ সঞ্চার হওয়ার কোনও আশা নেই। 13 May, 2022 মৃত্যু উপত্যকা ইউক্রেনের কিয়েভে ফের খুলে যাচ্ছে ভারতীয় দূতাবাস সুত্রের খবর, ইউক্রেনের মাটি থেকে রুশ সেনা সরাতে হবে। 13 May, 2022 আদালতে গরহাজির, গ্রেফতারি পরোয়ানা জারি সাহারাশ্রী সুব্রত রায়ের নামে এর আগে একবার নিরাপত্তার অজুহাত দেখিয়ে সশরীরে হাজিরা এড়িয়ে যান সাহারা কর্নধার 13 May, 2022 Page 1 of 127Prev1234Next