হালুয়া খেয়ে বাজেটের সূচনা, যাবেন না বাড়ি, থাকবে না মোবাইল, ১ তারিখ পর্যন্ত বন্দি অফিসেই
ব্রিটিশ শাসনের পরবর্তী সময় থেকেই দেশের পূর্ণাঙ্গ বাজেট প্রস্তুতির শুরুর দিন এই হালুয়া তৈরীর অনুষ্ঠানে হাত লাগান অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী, নর্থ ব্লকের অফিসার এবং বাজেটের সঙ্গে যুক্ত কর্মীরা।