দেশ লাগাম ছাড়া করোনা সংক্রমণ, দেশে একদিনে মৃত্যু ২২৬৩ জনের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত করোনায় ১,৮৬,৯২৮ জন প্রাণ হারিয়েছেন। 23 Apr, 2021 মুম্বইয়ের কোভিড হাসপাতালে আগুন, মৃত অন্তত ১৩ জন মুম্বাইয়ের বিজয় বল্লভ হাসপাতালের আধিকারিক, ডাক্তার দিলীপ শাহ্ জানান, রাত ৩ টে নাগাদ আইসিইউ বিভাগে আগুন লাগে এবং এতে ১৩ জনের মৃত্যু হয়েছে। ২১ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 23 Apr, 2021 দেশের করোনা পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ, বাংলার সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ১৬ হাজার মানুষ জন। গত এক বছরে কখনও কোনও দেশে একদিনে এত আক্রান্ত দেখা যায়নি। 22 Apr, 2021 পাঁচ শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত পাটনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনে পাঠানো হয়েছে। 22 Apr, 2021 প্রেমিকার জন্য মন কেমন, কারফিউতে কিভাবে দেখা করব? মুম্বই পুলিশকে জানতে চাইল যুবক পুলিশ জানিয়েছে, স্যার আপনার জন্য এটি অতি প্রয়োজনীয় তা বুঝতে পারছি। কিন্তু এটি সরকারি নিয়মে গুরুত্বপূর্ণ নয় (এসেনসিয়াল বা ইমার্জেন্সি)। 22 Apr, 2021 অতীতের সব রেকর্ড ভেঙে দিনে দেশে করোনা আক্রান্ত তিন লক্ষ ছাড়াল, মৃত্যুতেও রেকর্ড এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮ জন 22 Apr, 2021 কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিসের এই মৃত্যুতে, রাজনীতি ভুলে, সব দলের নেতারাই শোক প্রকাশ করেছেন। 22 Apr, 2021 হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার লিক, নাসিকে মৃত ২২ করোনা রোগীর পরিস্থিতি মোকাবিলায় সব ধরণের পদক্ষেপ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। 21 Apr, 2021 একদিনে দেশে করোনা আক্রান্ত ৩ লক্ষ মানুষ, চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন বিভিন্ন রাজ্য করোনা মোকাবিলা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাতেও করোনাকে মোকাবিলা করা যাচ্ছে না, বরং দিন দিন আরও বেশি করে মানুষ আক্রান্ত, সংক্রমিত হচ্ছেন। 21 Apr, 2021 দেশে নষ্ট ৪৪ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন, প্রশ্ন উঠল আদালতেও একটি মামলার জেরে দিল্লির হাই কোর্ট এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন করেছে কেন এত কোভিড ভ্যাকসিন নষ্ট হবে? 20 Apr, 2021 প্রধানমন্ত্রী কী কোভিড বিধি মানছেন? প্রশ্ন বিরোধীদলের নেতাদের প্রধানমন্ত্রী নিজে যা বলেন, তিনি নিজেই তা বিশ্বাস করেন না। এত বড় বড় মিটিং করছেন, কেউ মাস্ক পরছে না, দূষণ ছড়িয়ে উনি চলে যাচ্ছেন।’ আগে নিজে মেনে চলুন, তারপর জ্ঞান দিন 20 Apr, 2021 মানুষ সচেতন হলে লকডাউন দূরের কথা কনটেইনমেন্ট জোনেরও দরকার হবে না: জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শুরুতেই তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো এসে গিয়েছে। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। 20 Apr, 2021 করোনার জেরে স্থগিত হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষাও যেদিন পরীক্ষা নেওয়া হবে তার অন্তত ১৫ দিন আগে সেই তারিখ জানানো হবে। 20 Apr, 2021 রাহুল গান্ধীও করোনা পজিটিভ, ট্যুইটে জানালেন নিজেই এই ক’দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। 20 Apr, 2021 করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার, মৃত্যু দিল্লির সাকেত কোর্টের বিচারকের গত ১৩ এপ্রিল সুনীল অরোরার জায়গায় ২৪ তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন সুশীল চন্দ্র। 20 Apr, 2021 দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও একদিনের করোনায় মৃত্যু প্রায় ১৮০০ জন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক বলেও জানান বিশেষজ্ঞরা 20 Apr, 2021 দিল্লিতে মদের দোকানে লাইন ২০২০ সালের স্মৃতি ফেরালো সকলে চাইছেন এক সপ্তাহের জন্য মদ স্টক করে নিতে। 19 Apr, 2021 দুশ্চিন্তার অবসান, ১ মে থেকেই ১৮ বছরের উর্দ্ধে সকলের জন্য ভ্যাকসিন ৮ বছর বয়স হলেই সকলকেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 19 Apr, 2021 প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত, ভর্তি এইমসে তিনি দিল্লির এইমসে ভর্তি। 19 Apr, 2021 ১৫ দিনের জন্য লক ডাউন ঘোষণা করল রাজস্থান সরকার, ছ দিনের জন্য লক ডাউন দিল্লিতেও রাজস্থান সরকারের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সোমবার সকাল ৫টা থেকে ৩ মে ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। 19 Apr, 2021 দিল্লিতে লকডাউন আজ থেকেই, চলবে আগামি সোমবার পর্যন্ত আজ রাত ১০ টা থেকে লকডাউন শুরু হবে। আগামি সোমবার বিকেল পর্যন্ত লকডাউন চলবে। 19 Apr, 2021 বেড়েই চলেছে করোনা সংক্রমণ, দেশে একদিনে মৃত্যু ১৬০০ –র বেশি এই নিয়ে টানা ৫ দিন দৈনিক আক্রান্ত সংখ্যা ২ লাখের বেশি 19 Apr, 2021 বাংলায় প্রচারের মাঝে কোভিড নিয়ে সভা করার খোঁচা দিয়েই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন চিদাম্বরম ভ্যাকসিনের ঘাটতি নিয়েও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকেও আক্রমণ এবং কটাক্ষ করেছেন পি চিদাম্বরম 18 Apr, 2021 রাজ্যে সব সভা বাতিল করলেন রাহুল গান্ধী, অন্য দলকেও বড় সভা না করার আবেদন গতকালই রাজ্যে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিড় থেকে তিনি বলেন যে এত ভিড় তিনি আগে দেখেন নি। এই নিয়ে নানা সমালোচনা হয়। প্রতিদিনই জনসভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 Apr, 2021 একদিনে দেশে করোনায় মৃত দেড় হাজার মানুষ, নতুন করে আক্রান্ত আড়াই লক্ষের বেশি দেশের বর্তমান চিত্র ভাবাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শনিবার করোনা নিয়ে বিশেষ বৈঠক করেন প্রধানমন্ত্রী 18 Apr, 2021 করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হল এবার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রবেশিকা পরীক্ষাও স্থগিত রাখা হল। 18 Apr, 2021 ট্রেনে উঠেছেন, মাস্ক আছে তো? নাহলেই জরিমানা কিন্তু ৫০০ টাকা ব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা ২,৩৪,৬৯২ জন। দিনে মৃত্যু হয়েছে, ১৩৪১ জন। 17 Apr, 2021 করোনা মোকাবিলায় কার্ফু এবং লকডাউন ঘোষণা একাধিক রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন এবং সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩৪১ জনের। 17 Apr, 2021 কুম্ভে শাহী স্নান হোক প্রতীকী, দেশজুড়ে করোনা সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধির পরে আবেদন প্রধানমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩৪১ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ 17 Apr, 2021 সিবিএসই-র পরে এবার পিছিয়ে দেওয়া হল আইসিএসই বোর্ডের পরীক্ষা কবে এই চুড়ান্ত পরীক্ষা নেওয়া হবে সেটা জুন মাসের প্রথম সপ্তাহে জানানো হবে 16 Apr, 2021 সমস্ত রেকর্ড ভেঙে চব্বিশ ঘন্টায় সংক্রমণ ২ লক্ষ ১৭ হাজার। মৃত্যু ১১৮৫ জনের! এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১,৭৪,৩০৮ জনের। 16 Apr, 2021 আপনি কী হজে যেতে চান? দু’ডোজ ভ্যাকসিন না নিলে যাওয়া যাবে না, জানিয়ে দিল হজ কমিটি সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ এ জেরবার সারা দেশ। 16 Apr, 2021 দিনে মৃত্যু হাজার ছাড়ালো, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, আক্রান্ত ২ লক্ষের বেশি আরও এক ভয়ঙ্কর সম্ভাবনার কথা শুনিয়েছেন ইউনিভার্সিটি অফ মিচিগানের এপিডেমলজির অধ্যাপক ভ্রমর মুখোপাধ্যায়। চলতি মাসেই ‘পিকে’ পৌঁছতে পারে করোনার সেকেন্ড ওয়েভ। আর সেই সময়ে দিনে প্রায় ৫ লাখ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। 15 Apr, 2021 করোনা সংক্রমণের জেরে বাতিল সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা কেন্দ্রীয় সরকার আজ, বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। 14 Apr, 2021 যোগী আদিত্যনাথের সঙ্গেই করোনা আক্রান্ত সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও ট্যুইটে জানিয়েছেন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন সাবধানতা অবলম্বন করেন। 14 Apr, 2021 রাজ্যের নির্বাচনী প্রচারে আর দেখা মিলবে না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে তিনি তিনি ট্যুইটে জানান, কিছু লক্ষণ তিনি বুঝতে পারছিলেন। তাতে সন্দেহ হয়। তখন তিনি করোনা পরীক্ষা করান। 14 Apr, 2021 দেশে এক দিনে করোনা আক্রান্ত প্রায় ২ লক্ষ, মৃত হাজারের বেশি সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে হাসপাতাল, নার্সিংহোমগুলির উপর চাপ বাড়ছে। এই সংখ্যায় রোজ রোগী বাড়তে থাকলে কী ভাবে তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে তা নিয়েও চিন্তিত প্রশাসনিক মহলে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কোভিড রোগীদের জন্য শয্যা বাড়াচ্ছে। 14 Apr, 2021 করোনা ঠেকাতে কাল রাত থেকেই মহারাষ্ট্র জুড়ে জারি জনতা কার্ফু , জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী কাল রাত ৮ টা থেকে ১ মে, সকাল ৭ টা পর্যন্ত গোটা রাজ্যেই জারি হচ্ছে ১৪৪ ধারা। জারি হচ্ছে জনতা কার্ফু। 13 Apr, 2021 স্বামী পুরুষ যৌনকর্মী! জানার পরেই ডিভোর্সের মামলা স্ত্রীর এই পেশায় তাঁর অনেক খদ্দেরও রয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। 12 Apr, 2021 হাতে সানিটাইজার লাগিয়েই সিগারেট ধরাচ্ছেন? রান্নার জন্য উনুনের কাছে গিয়েছেন? সাবধান বাড়ির সকলে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে কিলপাউক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 12 Apr, 2021 দিনে করোনায় মৃত্যু ৯০০ ছাড়ালো, সংক্রমণ ১ লক্ষ ৬৮ হাজারের বেশি, রেহাই শুধু উত্তর-পূর্বে মোট মৃত্যুর সংখ্যা ১,৭০,১৭৯ জন। 12 Apr, 2021 পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন দিল্লিতে, বাঁচাতে না এসে ভিডিও করতে ব্যস্ত মেয়েরাও পুলিশ এই ঘটনায় যুবককে গ্রেফতার করেছে। 11 Apr, 2021 Page 1 of 92Prev1234Next