করোনা
08 Apr 2020, 10:00 AM
শিল্পী পার্থ বাগচীর তুলি ও কলমে
বড় দুঃসময়....আমরা এখন খাচায় বন্দি...বসে বসে ভাবছি...আর কতদিন...ওদিকে করোনা নামক ভয়ঙ্কর সাপ ক্রমশ গিলে ফেলছে আমাদের।
সাবধানতা অবলম্বন না করলেই বিপদ!
আমরা যারা ভাবছি...আমাদের কিছু হবে না...ভয়ঙ্কর সাপের দংশন থেকে আমাদের কারও রেহাই নেই...ধীরে ধীরে সবাইকে গ্রাস করবে...বড়োই দুঃসময়...।
ছবিতে দেখানো হয়েছে...একদিকে আগুন। সবে লাগতে আরম্ভ করেছে...তো অন্যদিকটা পুড়ে ছারখার...।