corona in bengal আগের দিনের মতই রাজ্যের করোনার গ্রাফ, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৬২০ জন

আগের দিনের মতই রাজ্যের করোনার গ্রাফ, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৬২০ জন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের করোনা গ্রাফ থাকল আগের দিনের মতই।
আগের দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬২১ জন, সুস্থ হন ৬২৪ জন এবং মারা যান ১১ জন।
রবিবার, রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২০ জন । এই সময়ে সুস্থ হয়েছেন ৬২৭ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৬৩৯ জন, আগের দিনের তুলনায় ১৭ জন কম। এই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের। এই নিয়ে রাজ্যে কোভিডে মারা গেলেন মোট ১৯ হাজার ৫৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ২৩১ জনের। সংক্রমণের হার ১.৫৪% ।
যারা মারা গিয়েছেন তাদের মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪ জন। হুগলি জেলায় ৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন এবং কলকাতায় মারা গিয়েছেন ১ জন।
এই সময়ে কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৭৭ জন। উত্তর ২৪ পরগনা জেলায় ১০৭ জন, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৪৭ জন, হাওড়ায় ২৯ জন, হুগলিতে ৪৮ জন, দার্জিলিং জেলায় ১৯ জন, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ১২ জন করে, ,মালদায় ২৭ জন, নদিয়াতে ৩০ জন, পশ্চিম মেদিনীপুরের ১০ জন আক্রান্ত হয়েছেন।
আলিপুরদুয়ারে ৪ জন, কালিম্পং জেলায় ১ জন, মুর্শিদাবাদে ৮ জন, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ১ জন করে, পূর্ব বর্ধমান জেলায় ৫ জন আক্রান্ত হয়েছেন।



