আতঙ্ক, বিষাদ কাটিয়ে বুধবার শালিমার থেকে ফের ছুটবে করমণ্ডল এক্সপ্রেস

আতঙ্ক, বিষাদ কাটিয়ে বুধবার শালিমার থেকে ফের ছুটবে করমণ্ডল এক্সপ্রেস
06 Jun 2023, 08:45 PM

আতঙ্ক, বিষাদ কাটিয়ে বুধবার শালিমার থেকে ফের ছুটবে করমণ্ডল এক্সপ্রেস

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গত শুক্রবার সন্ধ্যার ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক, মৃত্য, বিষাদ কাটিয়ে ফের ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। লাইন মেরামতির পর সোমবার সকাল থেকে বালেশ্বর রুটে ক্রমশ স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা। মঙ্গলবার প্রায় নির্ধারিত সব ট্রেনই ওই রুটে গিয়েছে। এবার আতঙ্ক, বিষাদ কাটিয়ে বুধবার শালিমার থেকে ফের ছাড়ছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। রেলের তরফে জানান হয়েছে, মাঝে ৪ দিন বন্ধ থাকার পর বুধবার শালিমার থেকে নির্দিষ্ট সময়েই ছাড়বে ডাউন করমণ্ডল এক্সপ্রেস।

শুক্রবার সন্ধেয় শেষবার শালিমার থেকে ছেড়েছিল ওই ট্রেন। আর তারপরই গোটা দেশকে নাড়িয়ে দেওয়া দুর্ঘটনার কবলে পড়ে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এক রাতেই কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছিল ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার নামে অখ্যাত এক রেল স্টেশন।ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৭৮ জনের। আহত হাজারের বেশি মানুষ। এই মর্মান্তিক দুর্ঘটনার ৫ দিন পর ফের চাকা গড়াতে চলেছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের। দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ বিভাগের তরফে জানান হয়েছে, বুধবার বিকালে শালিমার থেকে চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার সম্ভাবনা রয়েছে।ভয়াবহ এই দুর্ঘটনায় বাংলা থেকে প্রাণ হারিয়েছেন ১০৩ জন। যাঁদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূলের তরফে মৃতদের পরিবারগুলিকে দেওয়া হচ্ছে ২ লক্ষ টাকা। যদিও এখনও বহু দেহ শনাক্ত করা যায়নি। তাঁদের পরিবার পরিজনদের খোঁজ চালাচ্ছে ওড়িশা সরকার, রেল। এদিকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা দিচ্ছে রেল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হচ্ছে আরও ২ লক্ষ টাকা।

Mailing List