করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: আহত নন এমন যাত্রীদেরও ১০ হাজার টাকা করে দেবে সরকার, মেদিনীপুরে আর কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: আহত নন এমন যাত্রীদেরও ১০ হাজার টাকা করে দেবে সরকার, মেদিনীপুরে আর কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
06 Jun 2023, 07:30 PM

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: আহত নন এমন যাত্রীদেরও ১০ হাজার টাকা করে দেবে সরকার, মেদিনীপুরে আর কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কথা সকলেরই জানা। এখনও কিছু মৃতদেহ শনাক্ত করা যায়নি। এখনও ওড়িশা তো বটেই পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালেও ভর্তি রয়েছেন বেশ কয়েকজন জখম যাত্রী। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা সেই সমস্ত জখম ব্যক্তিদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুইতও দেন তিনি।

মঙ্গলবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। গিয়ে দেখা করেন জখম ব্যক্তিদের সঙ্গে। তাঁদের শরীরের অবস্থার খোঁজ খবর নেন।

তারপর বলেন, ‘‘দুর্ঘটনা ঘটার সাথে সাথে মেদিনীপুর জেলা প্রশাসনও তৎপরতার সঙ্গে কাজ করেছে। নার্স, চিকিৎসক পাঠিয়েও সাহায্য করেছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৬১ জন ভর্তি রয়েছে। তার মধ্যে বিহারের ১৬ জন ভাইবোন রয়েছে।’’

মৃত ও জখমদের সাহায্য করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে ব্যাপারে আবারও তিনি বলেন, ‘‘আগামিকাল পরিবারের একজন করে ডাকা হচ্ছে। যাদের মারা গিয়েছে তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবে সরকার। খুব বেশি আহতদের ১ লক্ষ টাকা করে। তার থেকে একটু অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেবে। তার থেকে অল্প আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আর যতগুলো পরিবার গিয়েছিল, কিন্তু ফিরে এসেছে। অথচ ট্রমায় রয়েছে। ফলে কাজ করতে পারছেন না। তাঁদের আমরা এককালীন দশ হাজার টাকা করে দেব। এবং চারমাস পরপর ২ হাজার টাকা করে তাঁদের দেওয়া হবে। এছাড়াও আমরা চাল, ডাল-সহ বিভিন্ন সামগ্রীও দেওয়া হবে।

আর যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। যাদের হাত-পা  কাটা গিয়েছে, ভেঙে গিয়েছে বা অথর্ব হয়ে গিয়েছে, কাজ করার উপযুক্ত পরিস্থিতি নেই। তাঁদের পরিবার সারা জীবন কিভাবে চলবে? তাই তাঁদের পরিবারের একজনও আমরা স্পেশাল হোমগার্ডের চাকরি দেব।’’

মেদিনীপুর মেডিক্যাল কলেজকে আরও উন্নত করা হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১০০ শয্যার একটি ক্রিটিক্যাল ইউনিট আমরা এখানে করে দিচ্ছি। সেটি নতুন করে করা হবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। যা হবে মাল্টি সুপার হাসপাতাল। এখানে মাদার এণ্ড চাইল্ড হাবে তিনতলা হয়েছে। এই হাসপাতালকে যত সম্ভব উন্নত করবো। এখানে ক্যানসার ব্লকও তৈরি হচ্ছে।’’

Mailing List