পিচ নিয়ে বিতর্ক শুরু, জল্পনা উড়িয়ে উদয় হলেন অ্যান্ডি অ্যাটকিনসন

19 Nov 2023, 08:45 AM

পিচ নিয়ে বিতর্ক শুরু, জল্পনা উড়িয়ে উদয় হলেন অ্যান্ডি অ্যাটকিনসন

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফাইনাল ম্যাচের দুই দিন আগে শোনা গিয়েছিল অ্যান্ডি অ্যাটকিনসন দেশে ফিরে গিয়েছেন। ফলে ভারত আইসিসির পর্যবেক্ষণ ছাড়া নিজেদের মনের মতোই পিচ বানাচ্ছে। কিন্তু ম্যাচের আগে দিন সন্ধ্যায় মোতেরায় উদয় হলেন আইসিসির পিচ কমিটির প্রধান। ওয়াংখেড়েতে পিচ বিতর্কের পর আমদাবাদেও তার আঁচ পড়তে শুরু করেছে। প্রথমে জানা যায় আইসিসি-র প্রধান পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন বাড়ি ফিরে গিয়েছেন।

নতুন বিতর্কও শুরু হয়েছে। পিচ তৈরির পুরো কাজই শেষ করছেন ভারতীয়রা। সংবাদ মাধম্যের খবর বলছে, ‘শুক্রবার বিসিসিআইয়ের প্রধান মাঠকর্মী আশিস ভৌমিক আর তাঁর সহকারী তাপস চ্যাটার্জি ভারতের সাবেক পেসার ও বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের মহাব্যবস্থাপক আবে কুরুভিল্লাকে নিয়ে পিচ তৈরির বিষয়টি দেখতে গিয়েছিলেন।’

এদিকে আশিস চট্টোপাধ্যায় সংবাদ সংস্থাকে বলেন, 'যদি কালো মাটির পিচে ভারী রোলার দেওয়ার দেওয়া হয় তার মানে মন্থর পিচ তৈরি করা হচ্ছে। এরফলে বড় স্কোর তোলার সম্ভাবনা থাকে, কিন্তু ধারাবাহিক ভাবে বড় শট খেলার সুযোগ কম। ৩১৫ তুললেই ম্যাচ জেতা যাবে মনে হয়। পরে ব্যাট করা বেশ কঠিন।'

ভারতের বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানায়, ‘অ্যাটকিনসনের কাজ শেষ। তাই জন্যে চলে গিয়েছে। দয়া করে এখানে কোনও বিতর্ক খুঁজতে যাবেন না। কারণ কোনও বিতর্কই নেই এতে। আইসিসি-র কোনও নিয়মেই লেখা নেই যে ফাইনালে প্রধান পিচ প্রস্তুতকারককে থাকতেই হবে।

Mailing List