পিচ নিয়ে তীব্র বিতর্ক ইডেনে, ম্যাচ শুরু হল দেরিতে, কি বললেন মনোজ

পিচ নিয়ে তীব্র বিতর্ক ইডেনে, ম্যাচ শুরু হল দেরিতে, কি বললেন মনোজ
24 Jan 2023, 09:45 PM

পিচ নিয়ে তীব্র বিতর্ক ইডেনে, ম্যাচ শুরু হল দেরিতে, কি বললেন মনোজ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক:‌ আচমকাই ইডেনের পিচ নিয়ে বিতর্ক দানা বাঁধল। সকাল থেকে আম্পায়াররা চার বার পিচ পরিদর্শন করেও ম্যাচ শুরু করতে পারেননি নির্ধারিত সময়ে। কারণ সোমবার ইডেনের পিচে জল দিয়ে ভিজিয়েছেন কিউরেটর। সেই কারণে বৃষ্টি না হওয়াতে পিচ শুকোয়নি। ভিজে পিচের কারণে রঞ্জি ট্রফিতে আজ বাংলা বনাম উড়িষ্যা ম্যাচ শুরু করা যায়নি নির্ধারিত সময়ে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯ টায়। জানা যাচ্ছে, ম্যাচের আগের দিন অর্থাৎ গতকাল কিউরেটর পিচে অতিরিক্ত জল দিয়ে ফেলেছিলেন। তাই পিচ এখনও ভিজে। যার ফলস্বরূপ, বাংলা-ওড়িশার ম্যাচের প্রথম সেসন শুরু করা যায়নি।

বোর্ডের নিয়ম অনুযায়ী, রঞ্জির প্রত্যেক ম্যাচে নিরপেক্ষ কিউরেটর পিচ তৈরি করেন। সেই অনুযায়ী, পিচ প্রস্তুতির দায়িত্বে ছিলেন সার্ভিসেসের অশোক বর্মা। যাকে বোর্ড থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে পিচ প্রস্তু করার। তার জন্যই এই বিপত্তি বলে অভিযোগ বাংলা শিবিরের।

শেষ পর্যন্ত ১২.৩০ মিনিটে টস হয়। খেলা শুরু হয় দুপুর ১টা থেকে। পিচ ভেজা থাকায় অসন্তুষ্ট বাংলার অধিনায়ক মনোজ। মনোজ বলেন, ‘‘সকাল থেকে তেমন রোদ না ওঠায় পিচের ভিজে ভাব থেকে গিয়েছে। নিরপেক্ষ পিচ প্রস্তুতকারক হয়তো ভেবেছিলেন রোদ উঠলে জল শুকিয়ে যাবে। কিন্তু সেটা না হওয়ায় খেলা শুরু হতে দেরি হল।’’ অতিরিক্ত জল দেওয়ার জন্য পিচ ভিজে ছিল। ফলে খেলা শুরু হতে দেরি হওয়ার ঘটনা তাঁর ক্রিকেট জীবনে হয়নি বলেও জানিয়েছেন মনোজ।দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৯৬ রান তুলেছে ওড়িশা।

সোমবার অনুশীলনের পর তিনি বলেন, 'উইকেটে প্রচুর জল দেওয়া হয়েছে। খেলা ঠিক সময়ে শুরু হবে কি না সন্দেহ। কেন এত জল দেওয়া হল বুঝলাম না। নিজেদের কাজটা কিউরেটরদের ঠিক ভাবে করা উচিত।'

Mailing List