মাঠের বাইরে বিতর্ক, মাঠে জয় পেল ম্যান ইউ

মাঠের বাইরে বিতর্ক, মাঠে জয় পেল ম্যান ইউ
26 Jan 2023, 03:15 PM

মাঠের বাইরে বিতর্ক, মাঠে জয় পেল ম্যান ইউ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: লিগ কাপের ফাইনালের পথে ম্যান ইউ। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ভাউট বেহর্স্ট। শেষ দিকে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস। ম্যাচ শেষে টেন হাগ বলেছেন, ‘দলের পারফরম্যান্স আমি খুশি। বলতে গেলে ৯০ মিনিটই ম্যাচটি আমরা নিয়ন্ত্রণ করেছি। তবে একটি মুহূর্ত ছিল, যেটা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারত। এ জায়গাতেই আমাদের উন্নতি করতে হবে। তবে সব মিলিয়ে আমরাই ভালো খেলেছি।’ আগামী বুধবার ফিরতি লেগ হবে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। নটিংহামের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি নিজেদের মাঠে ১ ফেব্রুয়ারি খেলবে ইউনাইটেড। বড় কোনো অঘটন না ঘটলে সহজেই ফাইনালে ওঠার কথা টেন হাগের দলের। ফাইনালে উঠলে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে সাউদাম্পটন বা নিউক্যাসলকে।

শেষ পর্যন্ত যদি ‘আরও উন্নতি করে’ ইএফএল কাপের শিরোপা জেতে ইউনাইটেড, তাহলে ২০১৭ সালের পর এটাই হবে ওল্ড ট্রাফোর্ডের দলটির প্রথম কোনো ট্রফি ঘরে তোলা! এদিকে মাঠের বাইরে খুব একটা স্বস্তিতে নেই রেড ডেভিলসরা। ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে গ্লেজার পরিবার ।২০০৫ সাল থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের মালিক গ্লেজার পরিবার। ১৮ বছর ধরে দেনায় জর্জরিত এই পরিবার।

ক্লাবের সমর্থকরা অনেকবার প্রতিবাদ করেছেন এর বিরুদ্ধে। গত বছরের নভেম্বর মাসে গ্লেজাররা জানায় ক্লাবকে চালাতে বাইরে থেকে বিনিয়োগ আনতে চাইছেন তারা। শোনা যাচ্ছে বৃটেনের অন্যতম বড়লোক স্যার রেডক্লিফ ট ছাড়াও ফেসবুক এবং অ্যাপেল ম্যান ইউ কেনার অন্যতম দাবিদার।

Mailing List