কিশোরীকে শ্লীলতাহানির পর কনস্টেবলের রিভলবার নিয়ে পালানোর চেষ্টা, পুলিশ গুলি চালাতেই কুপোকাৎ

কিশোরীকে শ্লীলতাহানির পর কনস্টেবলের রিভলবার নিয়ে পালানোর চেষ্টা, পুলিশ গুলি চালাতেই কুপোকাৎ
27 Sep 2023, 02:15 PM

কিশোরীকে শ্লীলতাহানির পর কনস্টেবলের রিভলবার নিয়ে পালানোর চেষ্টা, পুলিশ গুলি চালাতেই কুপোকাৎ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রথমে এক কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার। পরে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হল অভিযুক্ত ব‌্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌইতে। গণেশ ঠাকুরের বিসর্জন যাত্রায় এক কিশোরীকে শ্লীলতাহানি করে আফজল নামের এক ব‌্যক্তি। এরপর স্থানীয় অধিবাসীরা আফজালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপরই ঘটনাটি ঘটে। ধৃত ব‌্যক্তি পুলিশের হেড কনেস্টবলের সার্ভিস রিভালবার কেড়ে নিয়ে পালানোর চেষ্ট করছিল। শেষ পর্যন্ত আফজলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, গত সোমবার গণেশ ঠাকুরের বিসর্জন যাত্রার সময় আফজল একটি মেয়ের শ্লীলতাহানি করে। ঘটনাটি ঘটার পর স্থানীয় মানুষ আফজল ধরে পুলিশের হাতে তুলে দেয়। এরপরই মেয়েটি অপমানের জ্বালা সইতে না পেরে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত‌্যা করতে যায়। তার মা ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখে পরিবারের বাকি সদস‌্যদের ডাকেন। শেষপর্যন্ত পরিবারের লোকেরা মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ‌্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সুপার কেশবচন্দ্র গোস্বামী জানিয়েছেন, ‘‘মঙ্গলবার আফজলকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় সামনে কিছু গবাদি পশু এসে পড়লে গাড়ির গতি কমান ড্রাইভার। সেই সুযোগে আফজল  হেড কনস্টেবলের পিস্তল ছিনিয়ে নিয়ে পালাতে যায়। এবং গুলি চালায়। পুলিশ বাধ‌্য হয়েই পাল্টা গুলি চালালে আহত হয়ে পড়ে আফজল। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

Mailing List