পরপর লাঠির ঘা, এবার দুস্কৃতী হামলার শিকার শিক্ষক

পরপর লাঠির ঘা, এবার দুস্কৃতী হামলার শিকার শিক্ষক
09 Jan 2023, 10:30 PM

পরপর লাঠির ঘা, এবার দুস্কৃতী হামলার শিকার শিক্ষক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ইসলামপুর থানার গাইসাল ১ গ্রাম পঞ্চায়েতের আফজাল চক এলাকায় শিক্ষক এর উপরে হামলার ঘটনা ঘটলো। আক্রান্ত শিক্ষকের নাম বিকাশ অধিকারী। তার বাড়ি ইসলামপুর পুরসভার শান্তিনগর এলাকায়‌।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে নন্দঝাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ অধিকারী বাইকে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় আফজাল চক এলাকায় বাইক আরোহী তিনজন তাকে পিছন থেকে হামলা করে বলে অভিযোগ। তিনি তখন বাইক থেকে পড়ে যান। তারপরই দুষ্কৃতীরা ওই শিক্ষককে লাঠি দিয়ে মারধর করতে শুরু করে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে যদিও ছেড়ে দেওয়া হয়। ইসলামপুর থানায় ওই শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। কারা ওই হামলা চালালো, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক মহলে আতঙ্ক ছড়িয়েছে।

Mailing List