মুর্শিদাবাদে হাসপাতাল চত্বরে থাকা বস্তি উচ্ছেদের প্রতিবাদে কংগ্রেস

মুর্শিদাবাদে হাসপাতাল চত্বরে থাকা বস্তি উচ্ছেদের প্রতিবাদে কংগ্রেস
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বহরমপুরে বস্তি উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে, রাস্তায় নামল কংগ্রেস। উল্লেখ্য, গতকাল বহরমপুর যক্ষ্মা হাসপাতালের ভিতরে অবৈধ নির্মান গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেসের বক্তব্য, হাসপাতালের মধ্যে অবৈধ নির্মাণকে তাঁরা সমর্থন করে না। কিন্তু রাতারাতি ঐ গৃহহীন মানুষদেরও প্রশাসনের সহায়তা পাওয়া উচিত ছিল। তা না করে উৎসবের মরশুমে ঐ দুর্গত মানুষগুলোর মাথার ওপর থেকে ছাদ সরিয়ে নেওয়া হলো। ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়লেন। বস্তিবাসীদের দুর্দশা দেখে তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস নেতা কর্মীরা। বুধবার বহরমপুর যক্ষ্মা হাসপাতালের পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভা করে বহরমপুর টাউন কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, যে সব বস্তিবাসীদের উচ্ছেদ করা হয়েছে, তাঁদের পুনর্বাসন দিতে হবে সরকারকে। না হলে সরকারের বিরুদ্ধে তাঁরা বড়সড় আন্দোলনে নামবেন।


