কংগ্রেসের দখলে ঝালদা, হাইকোর্টে গেল তৃণমূল

কংগ্রেসের দখলে ঝালদা, হাইকোর্টে গেল তৃণমূল
16 Jan 2023, 03:33 PM

কংগ্রেসের দখলে ঝালদা, হাইকোর্টে গেল তৃণমূল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচনের জন্য ভোটাভুটি হলেও ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল তৃণমূল। এবার এই ভোটকে কেন্দ্র করে যে জটিলতা হয়েছে সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার ঝালদা পুরসভায় নির্দল এবং তৃণমূল কাউন্সিলররা দলত্যাগ করায় পুরপ্রধান সুরেশ আগরওয়ালকে অপসারিত হতে হয়। এরপরে নির্দল কাউন্সিলরদের সমর্থনে কংগ্রেস বোর্ড গঠনের দাবি জানায়। তার আগেই পুর ও নগরোন্নয়ন দপ্তর জবা মাছোয়াড়কে অস্থায়ী পুরপ্রধান হিসেবে নিয়োগ করে। তারপরের দিনই আবার কংগ্রেস এবং নির্দল কাউন্সিলররা শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান নির্বাচিত করেন। এবার রাজ্য সরকারের তরফে জবা মাছোয়াড়কে অস্থায়ী পুরপ্রধানের যে বিজ্ঞপ্তি দেওয়া হয় হাইকোর্ট খারিজ করে দেয়।

তবে পাশাপাশি কংগ্রেস ও নির্দল জোটের পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কেও মান্যতা দেয় নি আদালত। তারপরেই ১৬ জানুয়ারি সকাল ১১ টায় ঝালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। সেখানে এদিন নির্বাচনের পর দেখা যায় ১২ টি আসনের মধ্যে কংগ্রেস এবং নির্দল কাউন্সিলরদের সাতটি ভোট পেয়েছেন শীলা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তৃণমূলের পাঁচজন কাউন্সিলর ব্যালট নিলেও সেগুলো জমা দেননি। তারপরেই সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। ফলে নির্বাচনের নির্দেশ দেওয়ার পরেও ফের ঝালদা পুরসভার ভবিষ্যৎ ঝুলেই রইল।

Mailing List