মালদহে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ, ভাঙচুর পার্টি অফিস!

মালদহে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ, ভাঙচুর পার্টি অফিস!
নারায়ণ সরকার, মালদা
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের পরানপুরের মীরজাতপুর স্ট্যান্ড। শনিবার রাতে দুপক্ষের পার্টি অফিসে চলল ব্যাপক ভাঙচুর। চলে দু পক্ষের মধ্যে ইট বৃষ্টি, মারামারি। তাতে উভয়পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে তৃণমূলের মহিলা প্রধানও রয়েছে। পরানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সহ আক্রান্ত উভয় পক্ষের বেশ কয়েকজন। দুই দলের পার্টি অফিস ও বাইকে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদহের পুখুরিয়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত নেমেছে পুকুরিয়া থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই উভয় পক্ষের মধ্যে বিবাদ চলছিল। শনিবার রাতে একে অপরের উপর চড়াও হয়।


