বাজেয়াপ্ত করা পাঁচশো কেজি গাঁজা উধাও মালখানা থেকে! ইঁদুর খেয়ে গেছে বলে হাত ধুয়ে ফেলল পুলিশ

বাজেয়াপ্ত করা পাঁচশো কেজি গাঁজা উধাও মালখানা থেকে! ইঁদুর খেয়ে গেছে বলে হাত ধুয়ে ফেলল পুলিশ
24 Nov 2022, 08:51 PM

বাজেয়াপ্ত করা পাঁচশো কেজি গাঁজা উধাও মালখানা থেকে! ইঁদুর খেয়ে গেছে বলে হাত ধুয়ে ফেলল পুলিশ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: খোদ পুলিশের মালখানা থেকে উধাও পাঁচশো কেজিরও বেশি বাজেয়াপ্ত করা গাঁজা। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। কিন্তু কোথায় গেল এই বিপুল টাকার গাঁজা? এ নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ে আজব সাফাই দিল পুলিশ।  পুলিশের দাবি পুরো গাঁজাই নাকি ইদুঁরে খেয়ে গিয়েছে। এনডিপিএস অ্যাক্টে যে গাঁজা ধরা পড়েছিল তা পুলিশকে পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত।

এই মামলায় উত্তরপ্রদেশের মথুরা আদালতে পুলিশ জানিয়েছে, শেরগড় হাইওয়ে পুলিশ স্টেশনের মালখানায় বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমান গাঁজা রাখা হয়েছিল। কিন্তু ৫০০ কেজিরও বেশি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর। পুলিশের এই দাবি শুনে বিচারপতি মথুরার এসএসপিকে ইঁদুরের উৎপাত বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বাজেয়াপ্ত হওয়া ৫৮১ কেজি গাঁজা যে ইঁদুরেই খেয়ে ফেলেছে তার প্রমাণ দিতে বলেছেন। এদিকে এই গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলেই জানা হগিয়েছে। পাশাপাশি পুলিশি হেফাজতে রাখা গাঁজা নিয়ে কী করতে হবে তার পাঁচটি পয়েন্টও উল্লেখ করেছে আদালত।

সূত্রের খবর, গত ১৮ নভেম্বর আদালত এই নির্দেশ জারি করে। কিন্তু এই মামলায় পুলিশের সাফাই নিয়েই এখন সর্বত্র আলোচনা চলছে। আদালতের প্রশ্নের জবাবে পুলিশ জানায়, সব গাঁজাই ইদুঁরে খেয়ে সাফ করে দিয়েছে। মালখানার ইঁদুরগুলো খুব ছোট। ওই নেংটি ইঁদুরগুলো পুলিশকেও ভয় পায় না। ইদুঁরগুলোকে কোনও ভাবে বাগে আনা যাচ্ছে না বলেও আদালতে জানিয়েছে পুলিশ। ২০২০ সালের মে মাসে এই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি ট্রাকে মিলেটের বস্তার নীচে লুকিয়ে এই গাঁজা পাচার করা হচ্ছিল। ঘটনায়  তিনজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। সেই মামলাতেই এদিন এই আজব সাফাই দিল মথুরা পুলিশ।

Mailing List