Geography: তুলনামূলক বা বহুস্তম্ভ লেখচিত্র, একাদশ শ্রেণি

Geography: তুলনামূলক বা বহুস্তম্ভ লেখচিত্র, একাদশ শ্রেণি
18 Sep 2023, 10:00 AM

Geography: তুলনামূলক বা বহুস্তম্ভ লেখচিত্র, একাদশ শ্রেণি

(Comperative or Multiple Bar Graph):

দীপান্বিতা ঘোষ      

যে স্তম্ভ লেখচিত্রে দুই বা দুইয়ের বেশি পরস্পরের সঙ্গে সম্পর্কিত বিষয় বা তথ্যকে পাশাপাশি স্তম্ভের আকারে প্রদর্শন করা হয় তাকে তুলনামূলক স্তম্ভ লেখচিত্র বা বহু স্তম্ভ লেখচিত্র বা মিশ্র স্তম্ভ লেখচিত্র বলে।

 

প্রশ্ন: পশ্চিমবঙ্গে জেলাভিত্তিক পুরুষ ও নারীর সংখ্যা (2001 সালে) নিচে দেওয়া আছে।পুরুষ ও নারীর সংখ্যার একটি তুলনামূলক স্তম্ভ লেখচিত্র আঁকো।

 

2001 সালে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক পুরুষ ও নারীর সংখ্যা(লক্ষ হিসেবে )উপরের সারণীতে দেওয়া আছে।

প্রদত্ত রাশি তথ্যকে তুলনামূলক স্তম্ভে প্রকাশ করার জন্য নির্বাচিত স্কেল হল: 1 সেমিতে 25 লক্ষ জন্যসংখ্যা।

 এই স্কেল অনুসারে স্তম্ভ গুলির নির্ণীত উচ্চতা নিচের ছকে দেখানো হলো

 নারী পুরুষের সংখ্যা নির্বাচিত স্কেল অনুযায়ী পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যে দেখানো হোলো তবে নারী ও পুরুষের স্তম্ভ দুটির মধ্যে কোন ফাঁক রাখা হয়নি। পাশে একটি Index বা সূচক আঁকা আছে, যেখানে স্কেল (1সেমিতে 25 লক্ষ) টিও আঁকা আছে।

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর

Mailing List