বিধান রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, কী বললেন মানস ভুঁইয়া?

বিধান রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, কী বললেন মানস ভুঁইয়া?
01 Apr 2023, 09:25 PM

বিধান রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, কী বললেন মানস ভুঁইয়া?

 

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রীর মধ্যে বাংলার বিধান রায়ের যেমন যথেষ্ট সুনাম ছিল এবং মুখ্যমন্ত্রী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন, বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীর চেয়ে উন্নয়নে এক নম্বর স্থান দখল করে আছেন।

এর জন্য যাঁরা তৃণমূল করেন তাঁরা গর্ব বোধ করেন। শনিবার সবং এর সারতা এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে এক কর্মিসভায় একথা জানান রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া।

 তাঁকে বলতে শোনা যায়, 'এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, যাঁর প্রতিটি পরিকল্পনা নিয়ে বাংলা তথা ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে আলোচিত হয়। সেখানে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা গর্ববোধ করি। তিনি দলীয়' কর্মীদের জানান , বুক ভরা এই গর্ব নিয়ে দল করুন । মানুষের কাছে যান। বলুন ১২ বছরে দিল্লির সরকার (ইউপিএ ও বিজেপি)  কি করছে আর দিদি কি কি করেছেন মানুষের জন্য মানুষই উত্তর দেবেন। তাঁরা দিদির সরকারের কাছ থেকে কি কি পেয়েছেন আর দিল্লির সরকার তাঁদের কি কি দিয়েছে ? বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, বলুন তো এমন কোন রাজ্য আছে যেখানে দুয়ারে সরকার শিবির হয়? স্কুলের মেয়েরা সবুজ সাথীর সাইকেল পায়? কন্যাশ্রী পায়? প্রতিবন্ধীরা মানবিক ভাতা পান? কৃষকরা কৃষক বন্ধু, বয়স্ক আদিবাসী মানুষ জয় জোহার পান? বলতে পারবেন না।

সবং এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে পথশ্রী প্রকল্পে ১১২টি গ্রামের যোগাযোগকারী রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন । এরজন্য ব্যয় হচ্ছে ১ কোটি ৬১ লক্ষ টাকা। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার সঙ্গে সামিল হয়েছিলেন প্রাক্তন বিধায়ক গীতারানী ভূঁইয়া,  ব্লক তৃণমূল  কংগ্রেসের সভাপতি  আবু কালাম বক্স, জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিকাশ ভূঁইয়া, কর্মাধ্যক্ষ  তরুণ মিশ্র সহ আরো অনেকে ।

Mailing List